১ নং মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আরিফুল ইসলাম সিফাতের নেতৃত্বে বিশাল মিছিল ।..

জাকারিয়া রানা avatar   
জাকারিয়া রানা
জাকারিয়া রানা
জেলা প্রতিনিধি পটুয়াখালী

মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আরিফুল ইসলাম সিফাতের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল ও বর্ণাঢ্য মিছিল।

মিছিলটি শুরু হয় মাধবখালী বাজার এলাকা থেকে এবং ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন, যাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদল সবসময় গণতন্ত্র, অধিকার ও আদর্শের রাজনীতি করে এসেছে। আরিফুল ইসলাম সিফাতের মতো তরুণ নেতৃত্বের মাধ্যমে মাধবখালী ইউনিয়নের ছাত্রদল আরও সংগঠিত ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

এসময় আরিফুল ইসলাম সিফাত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন,

 

“ছাত্রদল আমাদের আত্মার সংগঠন — এখানে দায়িত্ব নয়, রয়েছে ভালোবাসা ও ত্যাগের অঙ্গীকার।”

 

 

 

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও ছাত্রদলের প্রতি নেতাকর্মীদের অগাধ ভালোবাসার প্রকাশ।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator