close

লাইক দিন পয়েন্ট জিতুন!

০৩ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ, #ঝিনাইদহ পৌরসভর আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ উদযাপন।##..

মোঃশাহানজিদ উদ্দিন সোহান avatar   
মোঃশাহানজিদ উদ্দিন সোহান
****

 

মোঃশাহানজিদ উদ্দিন সোহান,,,, 

"তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ পৌরসভার আয়োজনে পৌর মডেল স্কুল এ্যান্ড কলেজ ও পৌরসভার সামনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঝিনাইদহ পৌরসভার সম্মানিত পৌর নির্বাহী কর্মকর্তা মহোদয় জনব মোঃ মুস্তাক আহমেদ। সভাপতি মহোদয় তার আলোচনায় তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে পৌরসভাস্থ তামাকজাত দ্রব্য বিক্রয়ের দোকান শতভাগ লাইসেন্সীং ব্যাবস্থার আওতায় আনা, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান এর ১০০ মিটারের মধ্যে অবস্থিত তামাকজাত দ্রব বিক্রির দোকান অপসারণ/বিক্রয় বন্ধ এবং তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন অপসারণের উপর জোর দেন। এছাড়াও বক্তব্য প্রদান করেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মহোদয় জনাব আসাদুজ্জামান, পদ্মা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মহোদয় জনাব মোঃ হাবিবুর রহমান। 

উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ, হেব্বি ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী জনাব জাহান লিমন, পদ্মা ইয়ুথ ইনিশিয়েটিভ এর সাধারণ সম্পাদক জনাব মেহেদী হাসান, জেলায় কর্মরত সংগঠন এইড ফাউন্ডেশন এর প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, পদ্মা ইয়ুথ ইনিশিয়েটিভ এর সহায়কগণ।

Walang nakitang komento