Mochte Videos
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বর্তমানে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি.আর.) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছে। এই পদ্ধতিতে ভোটের অনুপাতে আসন বণ্টন করা হয়, ফলে ছোট দলগুলোও সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পায়। বিশেষজ্ঞরা বলছেন, এটি গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং একক দলের প্রভাব কমাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পি.আর. পদ্ধতি বাস্তবায়ন হলে জনগণের ভোট আরও মূল্যবান হবে এবং সব শ্রেণির মানুষের মতামত সংসদে প্রতিফলিত হবে।
চাঁদপুরের কচুয়া সরকারি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াত ইসলামী কচু উপজেলা নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম।
ও আমার বন্ধুগো চীর সাথী পথ চলার।
শিল্পীঃ লিটন সরকার, জলম, চান্দিনা
Zeig mehr
