Md Mahfuj Ahmed
|订户
0
顶过的视频
বাংলাদেশ সরকার গঠনে প্রান্তিক সাধারণ মানুষের ভাবনা
দিনাজপুরের খানসামা উপজেলায় পাকেরহাটে নির্মিত যাত্রী ছাউনী এখন আর যাত্রীদের জন্য ব্যবহার হচ্ছে না। এসব ছাউনী দখল করে নেওয়া হয়েছে বিভিন্ন দোকান, বিভিন্ন ব্যবসায়িক কাজে। ফলে যাত্রীরা বৃষ্টি ও রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থে নির্মিত এসব চলে যাওয়ায় সাধারণ মানুষ এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে।
পথচারী ও যাত্রীরা বলছেন, “যাত্রীদের জন্য ছাউনী করা হলেও সেখানে বসার জায়গা নেই, সব জায়গা দোকানে রূপ নিয়েছে।”
প্রশাসনের তদারকি না থাকায় এই অবস্থা দিন দিন বেড়ে চলেছে।
এ বিষয়ে স্থানীয়রা দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
显示更多
