En yeni videolar

Md Hamidul Islam
14 Görünümler · 4 günler önce

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মিছিল। শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মঞ্চে এসে শেষ হয়।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত যুব সমাজই দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে।

Md Hamidul Islam
2 Görünümler · 4 günler önce

⁣গলাচিপায় জাকের পার্টির শান্তি ও স্থিতিশীলতার আহবানে সাংগঠনিক জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের চেয়ারম্যান ও শীর্ষ নেতৃবৃন্দ দেশব্যাপী ঐক্য, মানবিকতা ও স্থিতিশীল সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

Md Hamidul Islam
14 Görünümler · 4 günler önce

⁣গলাচিপায় শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সরকারি কলেজ ও নূরানী মাদরাসা সংলগ্ন সড়কে জেব্রা ক্রসিং অঙ্কন করা হয়েছে। স্থানীয়দের অংশগ্রহণে এ কার্যক্রম সড়ক নিরাপত্তা সচেতনতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

Md Hamidul Islam
7 Görünümler · 7 günler önce

⁣গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুহাম্মদ আলী জিন্নাহ বলেছেন, “পত্রিকা পাবেন না, বড়জোর ফটোকপি—এক কোনা দিয়া নিতে পারেন।” তাঁর এই মন্তব্যে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটে এমন মন্তব্যের নানান ব্যাখ্যা উঠে এসেছে সচেতন মহলে।

Md Hamidul Islam
7 Görünümler · 8 günler önce

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মিছিল। ৬নং ডাকুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. হাসান মাহমুদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মঞ্চে এসে শেষ হয়।

Md Hamidul Islam
16 Görünümler · 8 günler önce

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গলাচিপায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ৬নং ডাকুয়া ইউনিয়ন যুবদল শাখার আহ্বায়ক মো. হাসান মাহমুদ। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল সবসময় গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় কাজ করছে। আগামী দিনের আন্দোলনে দলের কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

Md Hamidul Islam
4 Görünümler · 8 günler önce

⁣বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় অনুষ্ঠিত হয়েছে বিশাল র‍্যালি। স্থানীয় নেতাকর্মী ও হাজারো কর্মী-সমর্থকের অংশগ্রহণে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পৌর মঞ্চে। বক্তারা যুবদলের গৌরবময় ইতিহাস তুলে ধরে সংগঠনের ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন উদ্দীপনা সঞ্চারের আহ্বান জানান।

Md Hamidul Islam
20 Görünümler · 10 günler önce

⁣পটুয়াখালীর গলাচিপায় ইসকন কর্তৃক মুসলিম নারীদের ওপর নির্যাতনের প্রতিবাদে ইসলামী সংগঠনগুলোর অংশগ্রহণে বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা ইসকনকে নিষিদ্ধ ঘোষণা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Md Hamidul Islam
31 Görünümler · 12 günler önce

⁣পটুয়াখালীর গলাচিপার গোলখালী ইউনিয়নের নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসায় জান্নাতুল (৯) নামে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ও হত্যার চার মাস পর মূল আসামি গ্রেফতার হয়েছে।
ঘটনার পর মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় জান্নাতুল অসুস্থ, পরে দাবি করে সাপে কেটেছে।
তার পরিবার বিষয়টি দুর্ঘটনা ভেবে দাফন সম্পন্ন করে।
তবে পোস্টমর্টেম শেষে নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত রিপোর্টে জান্নাতুলের ধর্ষণের আলামত পাওয়ার খবর দেখে হতবাক হন তার বাবা।
এরপর তিনি আইনের আশ্রয় নিয়ে থানায় মামলা দায়ের করেন।
দীর্ঘ চার মাসেও পুলিশ আসামিকে ধরতে ব্যর্থ ছিল।
অবশেষে আদালতের নির্দেশে মাত্র ২০ ঘণ্টার মধ্যেই প্রধান শিক্ষক মাসুদুর রহমানকে স্থানীয়রা ধরে পুলিশে দেয়।
গলাচিপা থানা পুলিশ তাকে গ্রেফতার করে হাজতে পাঠিয়েছে।
ঘটনাটি নতুন মোড় নেওয়ায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জান্নাতুলের পরিবার ও স্থানীয়রা দাবি করেছেন, এই নৃশংস হত্যার উপযুক্ত বিচার ও ফাঁসি হোক।

Md Hamidul Islam
10 Görünümler · 13 günler önce

⁣শিক্ষক আন্দোলনের মঞ্চে কষ্ট আর বঞ্চনার গল্প তুলে ধরলেন এক শিক্ষক, গাইলেন হৃদয় ছোঁয়া গান — “বোঝে না ধনিরা গরিবের দুঃখ”। এই গানটি আজ দেশের শিক্ষক সমাজের মনের কথা বলছে।
📍 আন্দোলন চলছে ন্যায্য দাবির জন্য, কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে বঞ্চিতদের ব্যথা।
#শিক্ষকআন্দোলন #teachermovement #বোঝেনাধনিরাগরিবেরদুঃখ

Md Hamidul Islam
6 Görünümler · 15 günler önce

⁣কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে চলমান শিক্ষক আন্দোলনের অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপা উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় বিশাল বিক্ষোভ সমাবেশ। শিক্ষক নেতারা তাদের ন্যায্য তিন দফা দাবি গণমাধ্যমে উপস্থাপন করেন। এসময় সরকারের সঙ্গে বৈঠকে নেতা মো. দেলোয়ার হোসেন আজিজির নেতৃত্বে শুধুমাত্র বাড়িভাড়া ১৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাবনা চূড়ান্ত হয়। এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে আন্দোলনরত শিক্ষকরা সরকারকে ধন্যবাদ জানিয়ে দীর্ঘ ১০ দিনের টানা আন্দোলন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন।

Md Hamidul Islam
18 Görünümler · 15 günler önce

⁣গলাচিপার নারী শিক্ষক আন্দোলনে বলিষ্ঠ কণ্ঠে দাবি জানিয়েছেন তিন দফা বাস্তবায়নের।
তিনি বলেন, “আমরা শুধু শিক্ষিকা নই, আমরা জাতি গঠনের শক্তি। আমাদের ন্যায্য দাবি মেনে না নিলে শিক্ষার ভবিষ্যৎ সংকটে পড়বে।”
নারী শিক্ষকের এই আগুনঝরা বক্তব্য আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করেছে।

Md Hamidul Islam
4 Görünümler · 15 günler önce

⁣চলমান শিক্ষক আন্দোলনে গলাচিপার শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেছেন।
তারা বলেন, “শিক্ষক বাঁচলে শিক্ষাই বাঁচবে।”
সরকারের প্রতি শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানায় শিক্ষার্থীরা।

Md Hamidul Islam
2 Görünümler · 15 günler önce

⁣শিক্ষক আন্দোলনে সংহতি জানালেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকী

Md Hamidul Islam
42 Görünümler · 18 günler önce

⁣দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘদিন ধরে ২০% বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা ও উৎসব ভাতার দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। বারবার আলোচনার আশ্বাস দেওয়া হলেও এখনো তাদের দাবিগুলো পূরণ হয়নি। এতে ক্ষুব্ধ শিক্ষকরা অনশন কর্মসূচি শুরু করেছেন। শিক্ষকদের প্রশ্ন— ন্যায্য দাবিগুলো মানতে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনীহার কারণ কী? নেপথ্যে কে বা কারা রয়েছে, তা জানতে চায় দেশের শিক্ষক সমাজ।

Md Hamidul Islam
19 Görünümler · 18 günler önce

⁣বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বর্তমানে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি.আর.) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছে। এই পদ্ধতিতে ভোটের অনুপাতে আসন বণ্টন করা হয়, ফলে ছোট দলগুলোও সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পায়। বিশেষজ্ঞরা বলছেন, এটি গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং একক দলের প্রভাব কমাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পি.আর. পদ্ধতি বাস্তবায়ন হলে জনগণের ভোট আরও মূল্যবান হবে এবং সব শ্রেণির মানুষের মতামত সংসদে প্রতিফলিত হবে।

Md Hamidul Islam
10 Görünümler · 18 günler önce

⁣ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্যসচিব নূরুল হক নূর বলেছেন, “আমরা জনগণের সকল প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”
তার এই বক্তব্যে উপস্থিত জনগণ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং গণ অধিকার পরিষদের প্রতি নতুন আশার বার্তা দেখছেন। সাধারণ মানুষের মতে, এই দলই ভবিষ্যতে প্রকৃত অর্থে জনগণের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে। উক্তিটি করেন পটুয়াখালী ছাত্র পরিষদের সা.সম্পাদক

Md Hamidul Islam
17 Görünümler · 18 günler önce

⁣ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, “বাংলাদেশে যদি সঠিকভাবে চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হতো, তাহলে আমাদের নাগরিকদের বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হতো না। অথচ দেশের অনেক প্রভাবশালী ব্যক্তি সামান্য অসুস্থ হলেই সিঙ্গাপুরে চলে যান।” তিনি আরও বলেন, দেশের হাসপাতালগুলোতে সেবা মান, দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে হবে— তবেই সাধারণ মানুষ দেশের ভেতরে মানসম্মত চিকিৎসা পাবে।

Md Hamidul Islam
9 Görünümler · 18 günler önce

⁣ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, “যে দেশে বদলা দেওয়া মানুষের বেতন লাখ টাকায়, সেখানে ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষকদের বেতন সবচেয়ে কম — এটা জাতির জন্য লজ্জাজনক।” তিনি আরও বলেন, শিক্ষক সমাজের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হলে দেশের শিক্ষা ব্যবস্থা কখনোই শক্ত ভিত্তি পাবে না। তার বক্তব্যে শিক্ষক সমাজের ন্যায্য দাবি বাস্তবায়নের প্রতি জোর আহ্বান জানান তিনি।

Md Hamidul Islam
15 Görünümler · 18 günler önce

⁣বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনড় অবস্থান নিয়েছেন। তারা ঘোষণা দিয়েছেন— দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এবং ঘরে ফিরবেন না। শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে ২০ শতাংশ বাড়ী ভাড়া ভাডা, মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়ন। আন্দোলনের ফলে দেশের বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

Daha fazla göster