
FS News
|Abonnenten
Neueste Videos
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিশমাইল এলাকায় ঘটে যাওয়া একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং আহত হয়েছেন আরও সাতজন। ঘটনার সময় একটি পণ্যবোঝাই ট্রাক থামিয়ে পুলিশ কাগজপত্র যাচাই করছিল — এমনটাই দাবি করেছেন স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা। কিন্তু পুলিশের দাবী কাগজপত্র যাচাই নয় ট্রাকটি ‘অবৈধভাবে পার্ক করা ছিল’।
পুলিশ জানায়,গত বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা থেকে রংপুরগামী একটি মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৮৪৫২) পীরগঞ্জের বিশমাইল এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। বড়দরগা হাইওয়ে থানার টহল পুলিশ ট্রাকটি দেখতে পেয়ে চালককে ডাকাডাকি করে সরিয়ে নিতে বলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা জামালপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী অরিন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৫১৬) ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মোঃ আলমগীর হোসেন (৪০) ও আশরাফুল ইসলাম (৪২)। গুরুতর আহত হন ডিউটিরত পুলিশ সদস্য কনস্টেবল মিজান, পরে তাকে রংপুর মেডিকেল থেকে ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে পুলিশ সার্জেন্ট পলাশ চন্দ্র পাল, বাসযাত্রী এবং ট্রাকের সহকারীসহ আরও ছয়জন রয়েছেন।