جدیدترین ویدیوها

Nezam Uddin
23 بازدیدها · پیش 12 روزها

চট্টগ্রামে সিপিজেড এর পর এবার ভয়াবহ আগুন লাগছে শনিবার ঢাকা বিমান বন্দরে, আগুন নিয়ন্ত্রন কাজ করছে ফায়ার সার্ভিস

Nezam Uddin
27 بازدیدها · پیش 1 ماه

রাঙ্গুনিয়া দরবারে মালেকিয়া জশনে জুলুস অনুষ্ঠিত।

Nezam Uddin
35 بازدیدها · پیش 1 ماه

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শিলক এম শাহ আলম চৌধুরী স্কুল মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত।


ইউনিয়ন বিএনপির আহবায়ক মোকাররম হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং দক্ষিণ রাঙ্গুনিয়া যুবদল নেতা আবুল হোসেন চৌধুরী ও সাবেক ছাত্রনেতা মহসিন তালুকদারের যৌথ সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
👉 “দল যাকেই নমিনেশন দিবে, তার সাথেই কাজ করবে নেতাকর্মীরা। সংগঠনকে শক্তিশালী করাই এখন মূল লক্ষ্য।”
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘তারেক রহমান সাহেব এই বাংলাদেশ মেরামতের জন্য ৩১ দফা লিখিতভাবে পাঠিয়েছেন। এটি বাস্তবায়ন মঞ্চে দাঁড়ানো নেতৃবৃন্দের দ্বারা সম্ভব নয়। এটা আপনার মতামত, পরিশ্রম, সহায়তা ও দোয়া ছাড়া একটিও দফা বাস্তবায়ন সম্ভব নয়। জনগণের সম্পৃক্ততায় ৩১ দফা বাস্তবায়ন সম্ভব।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুহাম্মদ শওকত আলী নূর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল হোসেন চৌধুরী, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহসভাপতি ওয়াকিল আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজামুল হক চৌধুরী তপন, ইলিয়াস সিকদার, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন শাহ, মসিউদ্দৌলা, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আনছুর উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইফতেখার রোবেল, জেলা যুবদলের সহসভাপতি সাহেদ কামাল, গফুর খান, জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর এলাহি, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবর আলম তালুকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ, যুবদল নেতা পারভেজ মোশাররফসহ আরও অনেকে।


এছাড়াও জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, মহিলা দল ও জিয়া মঞ্চের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Nezam Uddin
13 بازدیدها · پیش 1 ماه

আগামী ১৯ই সেপ্টেম্বর রাঙ্গুনিয়া সরফভাটা বিএনপির মহা সমাবেশ অনুষ্ঠিত হবে।

Nezam Uddin
42 بازدیدها · پیش 1 ماه

আগামী ১৯ তারিখ রাঙ্গুনিয়া সরফভাটা বিএনপির উদ্যোগের মহা সমাবেশ অনুষ্ঠিত হবে। এই প্রস্তুতিকে ঘিরে রাঙ্গুনিয়া বিভিন্ন জায়গায় লিফলেট ও প্রস্তুতি সভা প্রস্তুত করে বিএনপি নেতা কর্মীরা।

Nezam Uddin
59 بازدیدها · پیش 2 ماه ها

শনিবার ৬ই সেপ্টেম্বর রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামী পদুয়া ইউনিয়ন এর উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় বক্তব্য রাখেন জামায়াতের থানা আমির মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ।

Nezam Uddin
29 بازدیدها · پیش 2 ماه ها

১ই সেপ্টেম্বর বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠতাবার্ষিকী ছিল। রাঙ্গুনিয়া জিয়ার মাজারে ফুল দিদে আসা এক কর্মীর মুখে নারে তাকবীর স্লোগান

Nezam Uddin
24 بازدیدها · پیش 2 ماه ها

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে জোবরাবাসীর দুই পক্ষে সংঘর্ষে ৮০ জন আহত। আজ বিএনপি নেতা উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করেন

Nezam Uddin
14 بازدیدها · پیش 2 ماه ها

গত ২দিন ধরে সংঘর্ষ চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয়দের সাথে। আজ ৩১ই আগস্ট প্রো ভিসি,প্রক্টরসহ আহত ৮০ জন।

Nezam Uddin
7,065 بازدیدها · پیش 2 ماه ها

⁣রাঙ্গুনিয়ার সরফভাটায় আজ শনিবার (৩০ আগস্ট) ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে জশনে জুলুছ ও আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নেছারিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া কামিল (মাস্টার্স) মাদরাসা ও নেছারিয়া সমাজের আয়োজনে এ অনুষ্ঠান দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কার্যক্রমের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

Nezam Uddin
12 بازدیدها · پیش 2 ماه ها

⁣রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন

Nezam Uddin
19,130 بازدیدها · پیش 2 ماه ها

চট্টগ্রাম বিভিন্ন আপামর জনতা নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু মতামত দেন।

Nezam Uddin
9,887 بازدیدها · پیش 3 ماه ها

⁣চট্টগ্রামের বাকলিয়ায় ইকবাল হোসেন নামে এক চিকিৎসকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। সন্ত্রাসীদের হাত থেকে প্রাণে বাঁচতে রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে এসে তার বাঁচার আকুতি এরমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভুক্তভোগী চিকিৎসকের দাবি, ভবন নির্মাণের সময় চাঁদা না দেয়ায় বিএনপি নেতা হারুনের নেতৃত্বে তাকে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। মারাত্মক আহত অবস্থায় বারবার ৯৯৯-এ কল করলেও ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে দেরি করছে বলে অভিযোগ করেন তিনি।

Nezam Uddin
31 بازدیدها · پیش 3 ماه ها

⁣বাংলাদেশ জামায়াতে ইসলামী মঙ্গলবার (৫ আগস্ট) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি '' উপলক্ষে এক বিশাল গণমিছিলের আয়োজন করেন। মিছিলটি ইছাখালি পৌর এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রোযাজারহাট মডেল থানা প্রাঙ্গণে সমাপ্ত হয়।গণমিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের জামায়াতে ইসলামী'র মনোনীত দাড়িপাল্লা প্রতীক প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জমান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শুরা সদস্য, এনডিএফ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম।

সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাস্টার কামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শাহ আলম, অর্থ সম্পাদক আব্দুল গফুর, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি রাশেদুল ইসলাম, যুব বিভাগের আহ্বায়ক সরোয়ার হোসেনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বিভিন্ন স্লোগান ও ফ্যাস্টুন নিয়ে কর্মীদের মধ্যে এই সময় উজ্জেবীত সৃষ্টি হতে দেখা যায়।

এই সময় বক্তরা বক্তব্যে বলেন, “বর্তমান দুঃশাসন, গণতন্ত্রহীনতা ও দমন-পীড়নের এই সময়ে আমাদের আবারও চেতনার জাগরণ ঘটাতে হবে। আমরা এই মঞ্চ থেকে স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো বৈধ ভোটাধিকার, মানবিক অধিকার কিংবা ন্যায়বিচার থেকে একচুলও পিছু হটবে না।”তিনি আরও বলেন, “আমাদের সংগ্রাম ক্ষমতার জন্য নয়, বরং ইনসাফ ও মানুষের হক প্রতিষ্ঠার জন্য। জনগণের ম্যান্ডেট পেলে আমরা রাঙ্গুনিয়া তথা দেশের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”এই আন্দোলনের প্রেক্ষাপটে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলমান উত্তেজনা এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিরোধ। জামায়াতে ইসলামী তাদের বৈধতা ও রাজনৈতিক অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ। এ ধরনের গণমিছিল এবং সমাবেশগুলো তাদের রাজনৈতিক অবস্থানকে আরও সুসংহত করতে সহায়ক ভূমিকা পালন করছে।জুলাই জাগরণ মিছিলের প্রভাব সমাজ এবং রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে।

Nezam Uddin
16,605 بازدیدها · پیش 3 ماه ها

⁣চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম–রাঙামাটি সড়কের সত্তারহাট এলাকায় এ ঘটনা ঘটেছে।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটেছে। এতে ছররা গুলিতে আহত হন গোলাম আকবর খন্দকার নিজেও। তিনি দাবি করেছেন, তাঁর গাড়িবহরে হামলা করা হয়েছে।

Nezam Uddin
130 بازدیدها · پیش 4 ماه ها

Nezam Uddin
18 بازدیدها · پیش 4 ماه ها

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( চুয়েট) ১৩৬ তম সিন্ডিকেট সভায় রাজনীতি নিষিদ্ধ করে গত ১৯ই ফেব্রুয়ারি।

Nezam Uddin
1,263 بازدیدها · پیش 4 ماه ها

⁣চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৭ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৩৬তম সভার সিদ্ধান্ত -১৩৬/১(ঘ) অনুযায়ী অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়, এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে। সকলকে এ আদেশ যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেয়া হলো। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ আদেশ পুনরায় জারি করা হলো বলে জানানো হয়।
তবে আজ ১০ই এপ্রিল চুয়েটে কেন্দ্রীয় ছাত্রদল কমিটি ঘোষণা করলে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ শিক্ষার্থীরা। এখনো পর্যন্ত হল ছেড়ে টিএসসিতে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে ছাত্রদলের বিরুদ্ধে।

بیشتر نشان بده، اطلاعات بیشتر