
أحدث مقاطع الفيديو
খুলনার ময়লাপোতায় বিপজ্জনক সড়ক, প্রতিনিয়ত ঝুঁকিতে পথচলা
খুলনার ময়লাপোতা এলাকার একটি সড়ক অংশ এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খানাখন্দে ভরা এ রাস্তায় একটু এদিক-ওদিক হলেই নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যেতে পারে যানবাহনের চাকা। ৩০ কিলোমিটার গতিতে ধাক্কা খেলে মনে হবে যেন ৬০ কিলোমিটার গতিতে ধাক্কা খাচ্ছে—আঘাত কতটা ভয়ানক হতে পারে, তা সহজেই অনুমান করা যায়। সড়কটির এমন ভয়াবহ অবস্থায় প্রতিনিয়তই দুর্ঘটনার আশঙ্কায় থাকেন পথচারী ও যানচালকরা।
*নরসিংদীতে প্রকাশ্যে চাঁদাবাজি: পুলিশের অভিযানে গ্রেপ্তার ২, দ্রুত বিচার আইনে মামলা*
নরসিংদীতে সড়কে প্রকাশ্যে যানবাহন থামিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানের প্রথম দিনেই দুইজনকে গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার সকালে জেলা পুলিশের উদ্যোগে সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ার বলেন,
> “নরসিংদীকে চাঁদাবাজিমুক্ত ঘোষণা করতে আমরা কাজ শুরু করেছি। কোনো প্রভাবশালী বা দলীয় পরিচয়ে কেউ রেহাই পাবে না। অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কিছু চক্র মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন থামিয়ে অবৈধভাবে টাকা আদায় করছিল। এতে পরিবহন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন এবং যাত্রীদের ভোগান্তি বাড়ছিল।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর হঠাৎ এ অভিযানকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। তারা মনে করেন, সঠিকভাবে অভিযান চললে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং পরিবহন খাতে চাঁদাবাজির দৌরাত্ম্য কমবে।