Video terbaru

Santha Miah
16 Tampilan · 6 bulan yang lalu

⁣রূপগঞ্জে ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিজান

শান্ত মিয়া,
নারায়নগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন নকশাবহির্ভূত কয়েকটি ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে উপজেলার তারাবো পৌরসভার রুপসী এলাকায় অভিযান শুরু হয়ে দিনভর চলমান থাকে।

অভিযান চলাকালে বেশ কয়েকটি ভবনের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা আদায় করেন রাজউক। নতুন করে রাজউকের নকশার বাইরে গিয়ে কোনো ভবনের নির্মাণের সুযোগ নেই বলে জানান রাজউক কতৃপক্ষ। এ সময় নিয়মের বাইরে ভবন নির্মাণ করায় দুইটি ভবনের অবৈধ অংশ ভেঙ্গে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার বলেন, ৮টি বিল্ডিং নির্মাণ প্রতিষ্ঠানের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভবনগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়াসহ ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবন মালিকদের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে যাতে রাজউকের পরিকল্পনা ও অনুমোদন নিয়ে ভবনগুলোর কাজ সম্পন্ন করা হয়। রাজউকের অনুমোদন ছাড়া অপরিকল্পিতভাবে বিল্ডিং নির্মাণের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলবে থাকবে বলে জানান তিনি।

এ সময় রাজউকের নারায়ণগঞ্জ জোন-৬/৩ এর ব্যবস্থাপনায় অভিযানে উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া, সুরোত আলি রাসেল, ইমারত পরিদর্শক মোঃ আব্দুর রহিম, গণমাধ্যম কর্মিসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

Santha Miah
4 Tampilan · 6 bulan yang lalu

⁣রূপগঞ্জে স্ত্রীকে হত্যা করে রাস্তায় ফেলে পালানোর সময় স্বামী ও শ্বাশুড়ি আটক

শান্ত মিয়া,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে লামিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ রাস্তায় ফেলে পালানোর চেষ্টার অভিযোগে এলাকাবাসী আটক করে তার স্বামী এবং শ্বাশুড়িকে থানায় হস্তান্তর করেছে। এর আগে গত শনিবার রাতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানায় পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার পরিদর্শক মোঃ সালাউদ্দিন জানান, অনলাইন জুয়া খেলতে নিষেধ করায় গৃহবধু লামিয়াকে মারধোর করতো প্রতিনিয়ত তার স্বামী শাওন। এতে ক্ষোভে অভিমানে ঘরের আড়াড় সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে তার রশি কেটে লামিয়ার স্বামী এবং শাশুড়ি মিলে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে লাশ নিয়ে এলাকায় ফেরার পথে রাস্তায় লোকজনের উপস্থিতি টের পেয়ে সড়কেই লামিয়ার লাশ ফেলে পালানোর চেষ্টা করেন স্বামী শাওন ও শ্বাশুড়ি ফাতেমা। পরে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে কাছে ধরিয়ে দেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে নিহত গৃহবধূর শ্বশুর তারা মিয়া।
এই ঘটনায় লামিয়ার পিতা আমির হোসেন বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন।

Santha Miah
7 Tampilan · 6 bulan yang lalu

⁣রূপগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জ ( শান্ত মিয়া)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গলায় ফাঁস দেওয়া যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার ভূলতা ইউনিয়নের হাটাবো এলাকায় পারটেক্স সুগার মিলের ভিতর থেকে রাজিব হোসেন (৩০) নামে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাজিব ফরিদপুর জেলার বোয়ালমারী এলাকার হাবিবুর রহমানের ছেলে। সে পারটেক্স সুগারমিলে শ্রমিক হিসেবে কাজ করতো।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, পারটেক্স সুগার মিলের ভিতর থেকে রাজিব হোসেন নামে শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Santha Miah
8 Tampilan · 6 bulan yang lalu

⁣ফ্রেন্ডস সার্কেল রূপগঞ্জ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


রূপগঞ্জ ( শান্ত মিয়া)
ফ্রেন্ডস সার্কেল রূপগঞ্জ' এর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও ঝোলাভাতি অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী রাজধানীর পূর্বাচলের নিঝুম পল্লী রিসোর্টে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
সামাজিক সংগঠন ফ্রেন্ডস সার্কেল রূপগঞ্জ এর সদস্যরা দিনভর ক্রীড়া ও কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা, হাসি আড্ডাসহ নানা বিনোদনে দিনটি উদযাপন করেন।
ঈদ পূর্ণমিলনী ও চড়ুইভাতি অনুষ্ঠানে অংশ গ্রহন করেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুল, নুর নবী ভুইয়াসহ
স্থানীয় গুনীজনেরা।

Santha Miah
3 Tampilan · 6 bulan yang lalu

⁣রূপগঞ্জে নৌকা ডুবিতে দশম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু

OVV

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুদের সঙ্গে শীতলক্ষ্যা নদী পারাপারের সময় নৌকা ডুবিতে নিখোঁজ দশম শ্রেণির স্কুল ছাত্র জোবায়ের হোসেনের মরদেহ শনিবার উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরীদল। এর আগে গত শুক্রবার বিকেলে উপজেলার ভোলাবো এলাকায় শিতলক্ষা নদীতে নিখোঁজ হয় সে। নিহত জোবায়ের হোসেন ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপনের ছেলে। সে স্থানীয় ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেনীতে অধ্যায়নরত ছিল।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী জানাস, ‘গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জোবায়ের হোসেন তার বন্ধু এসএসসি পরীক্ষার্থী সায়েম, সিয়াম ও রাব্বি দাউদপুর খেয়া ঘাট থেকে ভোলাবো এলাকায় আসার জন্য একটি ছোট নৌকা ওঠে। নৌকাটি নদীর মাঝামাঝি ভোলাবো ক্যাপিটাল ম্যারিনার সামনে পৌঁছুলে পানি উঠে ডুবে যায়। এ সময় সাঁতার কেটে সায়েম, সিয়াম ও রাব্বি নদীর তীরে উঠতে পারলেও ডুবে যায় জোবায়ের হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিল সে। শনিবার সকালে দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে নিখোঁজ জুবায়ের হোসেনের মরদেহ উদ্ধার করে।

Menampilkan lebih banyak