MD JAHANGIR ALAM
MD JAHANGIR ALAM

MD JAHANGIR ALAM

      |      

Iscritti

   Ultimi video

MD JAHANGIR ALAM
112 Visualizzazioni · 33 minuti fa

বিএনপি নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, মিথ্যাচার ও পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে কিশোরগঞ্জের বাজিতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

সোমবার ১৪ জুলাই বিকেল ৪টায় বাজিতপুর বাজারের বাশমহল থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। সিনেমাহল মোড় হয়ে বাজার প্রদক্ষিণ করে মিছিলটি আবার বাশমহলে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বাজিতপুর উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দলের নেতাকর্মীরা।

সমাবেশে মনিরুজ্জামান মনির বলেন তারেক রহমানসহ বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে জামাত, চরমোনাই এবং এনসিপির সঙ্গে মিলে একটি মহল পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে, যা একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র।
তিনি আরও বলেন, “যারা দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের জায়গা বাংলাদেশে নয়। তাদের ঠিকানা দিল্লি, নয়তো পাকিস্তানের পিন্ডিতে হওয়া উচিত।

সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা আমিনুল হক মোস্তফা বলেন “শহীদ জিয়ার বিএনপির বিরুদ্ধে এখন চতুরদিক থেকে ষড়যন্ত্র চলছে, কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে আমরা ইনশাল্লাহ সেই ষড়যন্ত্র রুখে দেব।

বক্তারা আরও অভিযোগ করেন, সরকার ও তাদের মিত্ররা দমন-পীড়নের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করতে চায়। কিন্তু বিএনপি রাজপথেই এর জবাব দেবে। প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

MD JAHANGIR ALAM
25 Visualizzazioni · 3 giorni fa

⁣বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক এডভোকেট সৈয়দ এহসানুল হুদার সমর্থনে আজ বিকেলে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের অন্তর্গত ভাগলপুরে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি ভাগলপুর বাসস্টেশন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ জনগণ।
সমর্থকদের ভাষ্য, “তিনি জাতীয় রাজনীতিতে একজন অভিজ্ঞ ও পরীক্ষিত নেতা। এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে তার ভূমিকা অবিস্মরণীয়।”

MD JAHANGIR ALAM
18 Visualizzazioni · 15 giorni fa

⁣কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ৫নং হালিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ধুবীপাথর গ্রামে পাওনা টাকা পরিশোধ না করায় রিপন মিয়া নামের এক যুবককে আটকে রেখে অমানবিক ও নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে।

এই ঘটনায় অভিযুক্ত হিসেবে স্থানীয় স্বেচ্ছাসেবকদলের নেতা রাজিব খান পাঠানের নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, রাজিব খান ও তার লোকজন রিপন মিয়াকে জোরপূর্বক আটক রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন।

MD JAHANGIR ALAM
9 Visualizzazioni · 1 mese fa

⁣কিশোরগঞ্জের নিকলী উপজেলার জাড়ইতলা ইউনিয়নের সাজনপুর ও শাহপুর গ্রামের মধ্যে ঘটে গেছে রক্তক্ষয়ী সংঘর্ষ।
ঘটনার সূত্রপাত হয় গতকাল ১৩ জুন ২০২৫, শুক্রবার রাতে আয়োজিত একটি গানের আসরকে কেন্দ্র করে। পরদিন শনিবার বিকেলে তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়

MD JAHANGIR ALAM
10 Visualizzazioni · 1 mese fa

⁣গতকাল (৯ জুন) দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলস্টেশনে ট্রেনের ছাদে ওঠাকে কেন্দ্র করে কিশোর গ্যাংদের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ভৈরব রুটের একটি যাত্রীবাহী ট্রেন সরারচর স্টেশনে প্রবেশ করলে একদল কিশোর গ্যাং সদস্য ছাদে ওঠার জন্য প্রতিযোগিতা শুরু করে। এসময় জায়গা দখল ও প্রভাব বিস্তার নিয়ে দুইটি গ্যাংয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়।

পরে তা হাতাহাতি ও তুমুল মারামারিতে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোররা লাঠিসোটা এবং হাতের কাছে পাওয়া বিভিন্ন বস্তু দিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রসঙ্গত, সম্প্রতি বাজিতপুরসহ আশপাশের এলাকায় কিশোর গ্যাংদের সক্রিয়তা বাড়ছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
ট্রেনের ছাদে ওঠা যেমন জীবনের জন্য বিপজ্জনক, তেমনি গ্যাং কালচারের এই ধরনের সহিংসতা আরও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

MD JAHANGIR ALAM
21 Visualizzazioni · 1 mese fa

কিশোরগঞ্জের ⁣বাজিতপুর বাজারের বাজাজ মোটরসাইকেল শোরুমে গত রাত আনুমানিক ১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই সময় বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল এবং রাস্তাঘাট ছিল ফাঁকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ শোরুমের ভেতর থেকে আগুন ও ধোঁয়ার বিশাল শিখা বের হতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। বাজার বন্ধ থাকায় আশপাশে সাধারণ মানুষের উপস্থিতি কম ছিল, ফলে আগুন প্রথম দিকে দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে শোরুমের ভেতরে থাকা বেশ কিছু নতুন মোটরসাইকেল, যন্ত্রাংশ ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

শোরুম মালিকের প্রাথমিক হিসাব অনুযায়ী, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কথা বলা হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

ভাগ্যক্রমে, রাতের বেলায় বাজার বন্ধ থাকায় আশপাশের অন্য দোকানগুলোতে আগুন ছড়ায়নি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এই ঘটনার পর বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থার দিকে আরও জোর দেয়ার প্রয়োজন রয়েছে। বিশেষ করে বিদ্যুৎ ব্যবস্থাপনা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি।

MD JAHANGIR ALAM
12 Visualizzazioni · 1 mese fa

বাজিতপুর প্রতিনিধিঃ ⁣পবিত্র ঈদুল আজহা সামনে রেখে আজ বাজিতপুর বাজারের কুরবানির পশুর শেষ হাটে ছিল উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তের পশু কেনার ধুম পড়েছে পুরো এলাকায়। গরু বিক্রেতা, ক্রেতা এবং কৌতূহলী দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল পুরো হাট এলাকা।

সকাল থেকেই বাজারের রাস্তাগুলোতে মানুষের ভিড় বাড়তে থাকে। দুপুর গড়াতেই সেই ভিড় রূপ নেয় মেলা-মুখর পরিবেশে। দূরদূরান্ত থেকে আসা গরু ব্যবসায়ীরা বিভিন্ন প্রকার গরু নিয়ে হাটে হাজির হয়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এবার বাজারে গরুর সরবরাহ বেশ ভালো। চাহিদা অনুযায়ী বড়, মাঝারি ও ছোট আকৃতির গরু পাওয়া যাচ্ছে।

হাটে কথা হয় কয়েকজন ক্রেতার সঙ্গে। স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, “শেষ মুহূর্তে এসে ভালো গরু পেয়েছি। দাম কিছুটা বেশি মনে হলেও মানসম্পন্ন গরুর জন্য এটা মেনে নিতে হয়েছে।”

অন্যদিকে এক বিক্রেতা জানান, “এবার গরুর দাম তুলনামূলক কম। তবে শেষ দিনে বিক্রি বেশি হচ্ছে।”

হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন এবং বাজিতপুর থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা সার্বক্ষণিক টহল দিচ্ছেন। রয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারিও।

হাট ঘুরে দেখা গেছে, ক্রেতা-বিক্রেতাদের পাশাপাশি বহু উৎসুক মানুষও গরু দেখতে এসেছে। ছোটদের মাঝে দেখা গেছে ঈদের আনন্দের ছোঁয়া।

সব মিলিয়ে ঈদকে সামনে রেখে বাজিতপুর বাজারের শেষ কুরবানির পশুর হাট পরিণত হয়েছে এক প্রাণবন্ত, উৎসবমুখর পরিবেশে।

MD JAHANGIR ALAM
1,030 Visualizzazioni · 1 mese fa

⁣বাজিতপুর প্রতিনিধি: কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনের ভাগিনা এবং দিলালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া নোবেল-এর বিরুদ্ধে সৌদি আরবে থাকা বাংলাদেশি শ্রমিকদের কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চেয়ারম্যান নোবেল গত ৫ই আগস্ট সৌদি আরবে পালিয়ে যান। সৌদিতে গিয়ে তিনি বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন কাজে নিয়োগ দেন। কিন্তু ৩/৪ মাস ধরে শ্রমিকদের পাওনা বেতন পরিশোধ না করে সেই অর্থ আত্মসাৎ করেন। অভিযোগ রয়েছে, এভাবে তিনি প্রায় ২০০ জনের বেশি বাংলাদেশি শ্রমিকের বেতন হাতিয়ে নেন।

ভুক্তভোগী প্রবাসীরা জানান, চেয়ারম্যান কিবরিয়া নোবেল নিজের পরিচয় ও রাজনৈতিক প্রভাব দেখিয়ে তাদের আস্থা অর্জন করেন। তারপর কাজ করিয়ে বেশ কয়েক মাসের বেতন আটকে রাখেন। বেতনের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি নানা আশ্বাস দেন। শেষে হঠাৎ করেই ৫ আগস্ট সৌদি আরবে গা ঢাকা দেন। বর্তমানে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না।

MD JAHANGIR ALAM
16 Visualizzazioni · 1 mese fa

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর গরু হাটে বিক্রেতাদের মধ্য ষাঁড় গরু বাধা নিয়ে হট্টগোল।

MD JAHANGIR ALAM
24 Visualizzazioni · 1 mese fa

⁣বাজিতপুর প্রতিনিধিঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ঐতিহাসিক সরারচর গরুর হাটে এবারের চিত্র একেবারেই ভিন্ন। বর্ষণ ও কাদাপানিতে হাটের পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে, আর এর প্রভাব পড়েছে গরুর কেনাবেচায়। হাটে গরুর সংখ্যা থাকলেও কেনাবেচা হয়েছে কম, দামও ওঠেনি প্রত্যাশামতো।

স্থানীয় ও মৌসুমি ব্যবসায়ীরা জানাচ্ছেন, হাটে এবার দুই লাখ টাকার বেশি দামের গরু আসেনি। বেশিরভাগ গরুর দাম এক থেকে দেড় লাখ টাকার মধ্যে। বড় গরু আনতে পরিবহন সমস্যা, খরচ ও বাজার অনিশ্চয়তার কারণেই অনেকে পিছিয়ে আছেন।

এক বিক্রেতা বলেন, “বৃষ্টির কারণে মাঠে কাদা জমেছে, গরু হাঁটানো যাচ্ছে না। ক্রেতারা এসে ঘুরে যাচ্ছেন, কিনছেন না।”
এক ক্রেতা জানান, “ভালো গরু আছে, কিন্তু কাদা আর পানির কারণে গরুগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না। দামও অনেকটাই অপরিষ্কার।”

হাট কর্তৃপক্ষ জানায়, পূর্বপ্রস্তুতি থাকলেও হঠাৎ ভারি বৃষ্টিতে হাটে পানি জমে গেছে। পরিস্থিতি সামাল দিতে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরবর্তী হাটে এমন অবস্থা না হয়, তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তারা।


ঈদুল আযহা মাত্র ৬ দিন পর। এই সময়টায় গরুর হাটে সবচেয়ে বেশি কেনাবেচা হওয়ার কথা। কিন্তু সরারচরের মতো গুরুত্বপূর্ণ হাটে এমন মন্দা বাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিক্রেতা ও খামারিরা।

MD JAHANGIR ALAM
14 Visualizzazioni · 2 mesi fa

⁣কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বাজিতপুরে ছাত্রদলের সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

MD JAHANGIR ALAM
36 Visualizzazioni · 2 mesi fa

কিশোরগঞ্জের ⁣বাজিতপুর উপজেলার হিলোচিয়া ইউনিয়নের বালীগাঁও গ্রামে বজ্রপাতে গাছ দিখন্ডিত।

MD JAHANGIR ALAM
8 Visualizzazioni · 2 mesi fa

কিশোরগঞ্জের ⁣বাজিতপুর উপজেলার সরারচর / কটিয়াদী আঞ্চলিক সড়কে পিরিজপুর বাংলাবাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা, এতে যাত্রীরা আহত হলেও চালকের অবস্তা আশঙ্কাজনক বলে জানা গেছে।

MD JAHANGIR ALAM
32 Visualizzazioni · 2 mesi fa

⁣রাতে আওয়ামিলীগ নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জের বাজিতপুরে ছাত্র জনতার তাৎক্ষণিক আনন্দ মিছিল।

MD JAHANGIR ALAM
36 Visualizzazioni · 2 mesi fa

আজ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের ভালুকবের গ্রামের আরমান এবং হালিমপুর ইউনিয়নের পূর্ব কুতুবপুরের সুমাইয়া দম্পতি রাজকীয়ভাবে বিয়ে করেছেন, ⁣বর এসেছে হেলিকপ্টারে চরে, এতে গোটা এলাকার মানুষ উৎসবমুখর পরিবেশে উপভোগ করেছন।

MD JAHANGIR ALAM
44 Visualizzazioni · 2 mesi fa

গত ৫ ই মে রবিবার কিশোরগঞ্জের ⁣বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের নিলখী হাঁপানিয়া গ্রামের মো: বাদল মিয়ার ছেলে মোঃ ইমন মিয়া (২২) নামের যুবককে চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে পিরিজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন নবাব, পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার থেকে জোরপূর্বক ৫০ হাজার টাকা আদায় করে ঐ যুবককে মুক্তি দেয় বিএনপি নেতা।
ইতিমধ্যে চুরির অপবাদে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক ভাইরাল হয়েছে।

MD JAHANGIR ALAM
5 Visualizzazioni · 2 mesi fa

⁣হাসনাত আবদুল্লাহর উপর হামলার প্রতিবাদ ও
আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে কিশোরগঞ্জের বাজিতপুরে মশাল ও বিক্ষোভ মিছিল করে বৈষ্যম বিরোধীছাত্র আন্দোলন বাজিতপুর উপজেলা।

MD JAHANGIR ALAM
670 Visualizzazioni · 2 mesi fa

কিশোরগঞ্জের ⁣বাজিতপুর উপজেলা ৫০ শয্যা সরাকারি স্বাস্থ্য কমপ্লেক্স এ দুদকের অভিযান, নিম্ন মানের খাবার ও ডাক্তার সংকটের অভিযোগ প্রমানিত, তাছাড়া অধিকাংশ অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। জানালেন দুদকের সহকারী পরিচালক মাহাথির মোহাম্মদ সামী, কিশোরগঞ্জ। এদিকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার মোঃ নাজমুস সালেহীন জানান যে খাবারের টিকাদার প্রতিষ্ঠানকে নিম্ন মানের খাবার সরবরাহের কারণ দর্শানোর নোটিশ করা হবে।

MD JAHANGIR ALAM
58 Visualizzazioni · 3 mesi fa

⁣কিশোরগঞ্জের ভৈরবে মধ্যের চর সরকার বাড়িতে গরু চু*রি করতে এসে জনতার হাতে আটক চোর।

MD JAHANGIR ALAM
48 Visualizzazioni · 3 mesi fa

⁣কিশোরগঞ্জের বাজিতপুরে সরারচর ইউনিয়নের দক্ষিণ সরারচর গ্রামে কামাল মিয়া নামক এক যুবককে মোবাইল চুরির অপবাদে গরম লোহার ছ্যাকা।

Mostra di più