جدیدترین ویدیوها

সালাউদ্দীন মুন্না
22 بازدیدها · پیش 4 ماه ها

⁣হাটহাজারীতে সড়ক দূর্ঘটনা নিহত-১, আহত-৩

মোঃ সালাউদ্দীন, চট্টগ্রাম (হাটহাজারী) প্রতিনিধিঃ হাটহাজারী গুমানমর্দ্দন ও মির্জাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড কুমারীকুল রাস্তার মাথা অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে, মোটর সাইকেল চালক মোঃ সাজ্জাদ (২২) ঘটনাস্থলে নিহত হয়েছে। আরো ৩ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ২৩ এপ্রিল বুধবার দুপুর ১.৩০ মিনিট কুমারীকুল রাস্তার মাথায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, চট্টগ্রাম হাটহাজারী খাগড়াছড়ি মহাসড়কে ২-৩ টি মোটরসাইকেল প্রতিযোগীতামূলক বাইক চালানোর কারণে অটোরিকশা সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল চালক মোঃ সাজ্জাদ ছিটকে পড়ে। মাথায় বড় ধরনের আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়ে মারা যায়।

সালাউদ্দীন মুন্না
19 بازدیدها · پیش 4 ماه ها

মোঃ সালাউদ্দীন মুন্না, চট্টগ্রাম (হাটহাজারী) প্রতিনিধিঃ
৩ এপ্রিল, বৃহস্পতিবার দুপুর ১২:৩০ মিনিট সময় হাটহাজারী নাজিরহাট পুরাতন বাস স্টান্ড এলাকায় ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সহ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের নেতাকর্মীদের দেখা যায়। নাজিরহাট পুরাতন বাস স্টান্ড সংলগ্ন মসজিদ পাশে শহীদ আফাজ উদ্দীন কবর জেয়ারত শেষে ফটিকছড়ির অন্য একটি প্রোগ্রামে যোগ দিতে দ্রুত চলে যান। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবির সূত্রে জানা যায়, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের উদ্যোগে সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ২০১৪ ও ২০১৫ সেশনে ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি দায়িত্বপালন শেষে বর্তমানে নারায়ণগঞ্জ জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।

بیشتر نشان بده، اطلاعات بیشتر