次に

নরসিংদীতে প্রকাশ্যে চাঁদাবাজি: পুলিশের অভিধানে গ্রেফতার ২, দ্রুত বিচার আইনে মামলা।

9 ビュー· 27/07/25
MD ABDULLAH
MD ABDULLAH
加入者
0

⁣*নরসিংদীতে প্রকাশ্যে চাঁদাবাজি: পুলিশের অভিযানে গ্রেপ্তার ২, দ্রুত বিচার আইনে মামলা*

নরসিংদীতে সড়কে প্রকাশ্যে যানবাহন থামিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানের প্রথম দিনেই দুইজনকে গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সকালে জেলা পুলিশের উদ্যোগে সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ার বলেন,

> “নরসিংদীকে চাঁদাবাজিমুক্ত ঘোষণা করতে আমরা কাজ শুরু করেছি। কোনো প্রভাবশালী বা দলীয় পরিচয়ে কেউ রেহাই পাবে না। অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কিছু চক্র মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন থামিয়ে অবৈধভাবে টাকা আদায় করছিল। এতে পরিবহন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন এবং যাত্রীদের ভোগান্তি বাড়ছিল।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর হঠাৎ এ অভিযানকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। তারা মনে করেন, সঠিকভাবে অভিযান চললে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং পরিবহন খাতে চাঁদাবাজির দৌরাত্ম্য কমবে।

もっと見せる

 2 コメント sort   並び替え


খায়রুল ইসলাম

চালিয়ে যান

0    0 返事
Eyar Mohammad Khokun
Eyar Mohammad Khokun 4 日々 前に

কেমন আছেন সভায়

0    0 返事
もっと見せる

次に