close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

短裤 创造

⁣রাজধানীর গলি-প্রান্ত পেরিয়ে লাখো মানুষ ছুটে এসেছে—কণ্ঠে স্লোগান, চোখে জ্বলন্ত প্রত্যয়। উদ্যানজুড়ে এখন শুধুই জনতার উত্তাল ঢেউ।

Sumon Hawlader

0

0

12

⁣ভিডিও টি আমার একান্ত ব্যক্তিগত। অন্য কোথাও পোস্ট করা সম্পূর্ণ নিষেধ। "প্রকৃতির চোখ" আমার একটি ফেসবুক পেইজ।

Fajli Rabbi Ruhan

0

0

8

⁣সিরাজগঞ্জে ৫৪ বছর ধরে ফেরি করে সন্দেশ বিক্রি করছেন এই কাকা

Juwel Hossain

0

0

361

⁣ফ‌রিদগ‌ঞ্জে চাল নি‌য়ে ইউ‌পি প্রশাস‌নিক কর্মকর্তার চালবাঁ‌জি।

ভি‌জিএ‌ফের চাল নি‌য়ে চালবাঁ‌জি ক‌রে‌ছেন ফ‌রিদগঞ্জ উপ‌জেলার পাইকপাড়া উত্তর ইউ‌নিয়‌নের প্রশাস‌নিক কর্মকর্তার গোলাম মোস্তফা শা‌মিম ।
ভি‌জিএ‌ফের চাল বিতর‌নের জন‌্য ইউ‌পি চেয়াম‌্যান, সদস‌্য, সংর‌ক্ষিত সদস‌্যদের সা‌থে আলাপ আ‌লোচনা নাক‌রে নি‌জেস্ব ক‌থিত বা‌হিনী দি‌য়ে কার্ড বিতরন করার গুরুতর অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে। শুধু নিজেস্ব বা‌হিনী দি‌য়ে কার্ড বিতরন ক‌রেই ক্ষান্ত্র হন‌নি ইউ‌পি স‌চিব মোস্তফা কামাল চাল বিতরন ও ক‌রে‌ছেন তার নি‌জেস্ব বা‌হিনী দি‌য়ে।
ইউ‌নিয়ন প‌রিষ‌দের গ্রাম পু‌লিশ সদস‌্যরা জানান, আমরা সবাই থাকার পরও তি‌নি তার লোক দি‌য়ে সকল কিছু তদার‌কি ক‌রে‌ছেন। তি‌নিই (গোলাম মোস্তফা) সবাই‌কে কার্ড দি‌য়ে‌ছেন , কেউ কার্ড কে‌ড়ে নেয়‌নি।
নাম প্রকাশ নাকরার শ‌র্তে একা‌ধিক ইউ‌পি সদস‌্যরা জানান, স‌চিব তার নি‌জেস্ব বা‌হিনী দি‌য়ে প‌রিষদ প‌রিচালনা ক‌রে। প‌রিষ‌দে আমরা থে‌কেও নাই।
খোদ ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান আবু তা‌হের জানান , আ‌মি ফ‌্যা‌সিবা‌দের আম‌লে জনগ‌নের ভো‌টে নির্বা‌চিত চেয়ারম‌্যান। তারা আমা‌কে ভা‌লো‌বে‌সে জীব‌নের ঝুঁ‌কি নি‌য়ে চেয়ারম‌্যান নির্বা‌চিত ক‌রে‌ছেন। আ‌মি তা‌দের একটা ভি‌জিএ‌ফের একটা কার্ড দি‌তে পা‌রিনা। স‌চিব আমাকে নাজ‌া‌নি‌য়ে নি‌জে নি‌জে কাকে কিভা‌বে কি দি‌চ্ছে আ‌মি জা‌নিনা।
প্রশাস‌নিক কর্মকর্তা গোলাম মোস্তফা শা‌মিম ব‌লেন, আমার টে‌বি‌লে সক‌লের সা‌থে আ‌লোচনা হ‌য়ে‌ছে। চেয়ারম‌্যান সকল বিষ‌য়ে অবগত হ‌য়ে সাক্ষর ক‌রে‌ছেন। তি‌নি আ‌রো ব‌লেন,
আমরা চাল বিতরন ক‌রে কার্ড সংগ্রহ কর‌তে‌ছি এমন সময়
সমন্বয়ক প‌রিচ‌য়ে মোস্তফা ১০‌টি কার্ড ছি‌নি‌য়ে নি‌য়ে যায় এবং হট্রগোল সৃ‌ষ্টি ক‌রে। এ‌বিষ‌য়ে মোস্তফা জানান, কার্ড ছি‌নি‌য়ে নেওয়ার বিষয়‌টি সম্পূর্ন‌্য মিথ‌্যা। উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার সুলতানা রা‌জিয়া ব‌লেন, বিষয়‌টি আ‌মি জে‌নে‌ছি তা‌দের সা‌থে কথা বলে ব‌্যাবস্থা নিব।

Abdul Kadir

0

0

22

⁣চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইন সহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহা :সানাউল্লাহ (সুমন)
চাঁপাইনবাবগঞ্জ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসির) অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

২৮ শে এপ্রিল সোমবার সকাল ৮ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক" সার্কেলের পরিদর্শক ইলিয়াস হোসাইন তালুকদারের নেতৃত্বে একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পৌর মিস্ত্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩০ " একশত ত্রিশ গ্রাম হেরোইন- তেষট্টি হাজার চারশত দশ টাকা নগদ অর্থ ও একটি এন্ড্রয়েড মোবাইল সেট এবং একটি হেরোইন পরিমাপক ডিজিটালযন্ত্র যন্ত্র সহ শ্যামল নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৬নং রানিহাটি ইউনিয়নের চুনাখালী গ্রামের শ্রী সুধীর চন্দ্র রবিদাসের ছেলে, শ্রী শ্যামল রবিদাস। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের মাধ্যমে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

MD SANAULLAH SUMAN

0

0

14