কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
السراويل القصيرة خلق

দক্ষিন কেরানীগঞ্জ এর রাজাবাড়ী এলাকা থেকে রফিক নামের এক যুবকের লা/শ উদ্ধার করেছে পুলিশ। তার দেশের বাড়ি কুড়িগ্রামে। জানা গেছে, তিনি স্থানীয়ভাবে ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। তবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে।

হাফিজ মাওলানা আবু বকর সিদ্দিকী আরও বলেন,
“আমরা চাই দুর্নীতি, রাহাজানি, গুম-খুন, চাঁদাবাজি থেকে দেশকে মুক্ত করতে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে, নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে কাজ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য প্রয়োজন একটি মৌলিক রাজনৈতিক সংস্কার, যা কেবল পি.আর পদ্ধতির মাধ্যমেই সম্ভব।”

পাবনা শহরে বৃষ্টি বিলাস
পাবনার আকাশে যখন বাদল নামে, শহর যেন এক নতুন রূপে সেজে ওঠে। রিকশার ছাতার নিচে চুপচাপ বসে থাকা মানুষ, চায়ের দোকানে ধোঁয়া ওঠা কাপে জীবনের যত কথা—সব মিলিয়ে এক নিঃশব্দ আনন্দে শহরটা যেন ভিজে যায়। শহরের পুরাতন মসজিদ আর চারুকলার পুকুরঘাটে বৃষ্টির ফোঁটায় পড়ে এক অপূর্ব শব্দজাল বুনে দেয় প্রকৃতি।
শালগাড়িয়ার পথ, কলেজ মোড়, অথবা টাউন হল—যেখানেই চোখ যায়, বৃষ্টির ছোঁয়ায় মানুষ যেন নিজের ভেতরের ক্লান্তি ধুয়ে ফেলে। তরুণ-তরুণীদের ভেজা হেঁটে যাওয়া, বৃষ্টিতে শিশুদের উল্লাস, আর ভিজে যাওয়া কাঁথা মোড়ানো বৃদ্ধার জানালায় চেয়ে থাকা—সব মিলিয়ে এক বৃষ্টিমগ্ন চিত্রপট তৈরি হয়।
পাবনার বৃষ্টি যেন শুধুই ভেজায় না, মনে জমে থাকা পুরোনো স্মৃতিগুলোও জাগিয়ে তোলে। কারো কাছে তা প্রেমের প্রথম চিঠির মতো, কারো কাছে হারানো সময়ের গন্ধ।
এটাই তো পাবনা শহরের বৃষ্টি বিলাস—নিঃশব্দে অনুভবের জলছবি।
