লাইক দিন পয়েন্ট জিতুন!
Şort oluşturmak
 
			
		পুশকৃত চিড়ী জব্দ ও ভ্রাম্যমান আদালতে লক্ষ টাকা জরিমানা 
 
রনজিৎ  
বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়  
সেনাবাহিনীর অভিযানে অপদ্রব্য পুশকৃত ২১০ কেজি বাগদা চিংড়ী ও পুশকাজে  
ব্যবহ্নত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং পরবর্তীতে ভ্রাম্যমান আদালতে এক  
লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। 
 
বৃহস্পতিবার(২৪ এপ্রিল) বেলা ১২টায়  
উপজেলার ঈশ^রীপুর ইউনিয়নের খ্যাগড়াঘাট গ্রামের মাছ ব্যবসায়ী আতাউর রহমানের  
বাড়ীতে এ অভিযান পরিচালনা করা হয়। 
 
উপজেলা সহকারী কমিশনার ভূমি  
জানান, ডিজিএফআই শ্যামনগর উপজেলার প্রতিনিধি সার্জেন্ট মোঃ আল মামুনের  
দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী কালিগঞ্জ-শ্যামনগরের ক্যাম্প কমান্ডার  
ক্যাপ্টেন মোঃ নাহিদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনাকালে ময়দা ও  
সাবুদানা জেলি জাতীয় তরল পুশকৃত ২১০ কেজি বাগদা, গলদা চিংড়ী সহ পুশ কাজে  
ব্যবহ্নত ময়দা, সিরিঞ্জ ও ঔষধ জব্দ করা হয়। এ সময় পুশকাজে জড়িত থাকার  
অভিযোগে হাতেনাতে দুইজনকে আটক করা হয়। 
 
আটককৃত ব্যক্তিদ্বয় হলেন উপজেলার খ্যাগড়াদানা গ্রামের কওছার মোড়লের ছেলে আতাউর মোড়ল ও একই গ্রামের শওকত মোল্যার মেয়ে ছামিয়া বেগম।  
 
পরে 
 ভ্রাম্যমান আদালতে আটককৃতদের রপ্তানিযোগ্য বাগদা চিংড়ীতে পুশের দায়ে এক  
লক্ষ টাকা জরিমানা করা হয়। এবং জব্দকৃত ২১০ কেজি চিংড়ী বিনষ্ট করা হয়। 
 
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত। 
 
উপজেলা 
 সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন চিংড়ীতে জেলি পুশের  
দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আটককৃতদের এক লক্ষ টাকা জরিমানা  
করা সহ আদায় করা হয়েছে।
 
			   Bu video işleniyor, lütfen birkaç dakika içinde geri dönün
 
			
		চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ঐতিহ্যবাহী দরগাহ রাহাতীয়া নক্সবন্দীয়া দরবারের ভক্ত মুরিদদের উদ্যোগে বিশাল জুলুস অনুষ্ঠিত হয় শুক্রবার(৬ সেপ্টেম্বর)। 
 
উক্ত দরবার শরিফের শাহজাদা মাওলানা ওবায়দুল মোস্তফা নইমীর নেতৃত্বে জুলুসটি উপজেলার মরিয়ম নগর থেকে শুরু হয়ে পোমরার গোচরা চৌমুহনী বাজার সংলগ্ন নইমীয়া তৈয়বীয়া ফাজিল মাদ্রাসার মাঠে এসে সমাপ্ত হয়।
 
			
		Mr Beast arrives at Speed's arrival to JoyForum #ispeedshow #mrbeast #lamaakbor #mrakbor #aakbor
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  

 
			
		


 
			
		