Kurze Hose Erstellen

পুলিশ এবং সেনাবাহিনী মিলে গণধিকার পরিষদের , সভাপতি বিপিনুর কে কি মাইরটাই না দিল #reelsfbシ #army #police #bdnews #bdreels #fbreelsfypシ゚viralシ #bpnur #fypシ #reelsviralシ

MDHasibKhan

0

0

30,003

ময়মনসিংহে শিক্ষক ছাত্রীকে বিয়ে করায় বিক্ষোভ।

Md Uzzal Mia

0

2

18

⁣কর্মস্থলে ফিরতে মানুষের ঢল

Akm Kaysarul Alam

0

0

1,145

⁣এবারে রাঙ্গুনিয়ায় বোরো ধানের বাম্পার ফলন, শ্রমিকের দাম বৃদ্ধিতে বিপাকের কৃষক
দেশের শস্যভান্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাই বিলসহ বিভিন্ন বিলে এবারে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে সবুজ ধান সোনালি বৰ্ণ হয়ে পাকতে শুরু করলে গুমাই বিলসহ বিভিন্ন বিলে ধান কাটা শুরু করেছে কৃষকরা। অনেক কৃষক ধান কেটে মাড়াই করে ঘরে তুলেছেন। তবে এবার শ্রমিকের দাম বৃদ্ধি হওয়ায় বিপাকে পড়েছে কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গুমাইবিলসহ উপজেলায় ৩ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত মৌসুমে রাঙ্গুনিয়ায় ধান ও চালের ন্যায্যমূল্য পাওয়ায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আবাদ হয়েছে। বাংলাদেশে প্রধান চলনবিলের পরে দ্বিতীয় বিল হিসেবে পরিচিত এ গুমাই বিল। জানা যায়, গুমাইবিলে প্রতি বোরো মৌসুমে দেড় হাজার হেক্টর জমিতে আবাদ হয়। এ বছর প্রায় ২ হাজার হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে।

এদিকে গুমাই বিলসহ অন্যান্য বিলে গিয়ে দেখা যায় এবারে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে কৃষকরা বিপাকে পড়েছে শ্রমিকের মূল্য বৃদ্ধি নিয়ে। অন্যান্য বারের তুলনায় এবারে শ্রমিক সংকট ও শ্রমিকের দাম ৩০০ থেকে ৪০০ টাকা বৃদ্ধি হয়েছে।

তবে আবহাওয়া অনুকূলে থাকায় হাসিমুখে ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা।

Mohammad Tayabul Islam

0

0

14

চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনে আসলাম চৌধুরীকে মনোনয়ন পত্র না দেয়ায় ভক্তরা ঢাকা-চট্টগ্রাম সীতাকুণ্ড সড়ক অবরোধ করে। সোমবার ৩ই নভেম্বর রেলপথ ও এই অবরোধ চলতে থাকে।

Nezam Uddin

0

0

3

⁣রাজনৈতিক অঙ্গনের দুঃসময় রাজপথের বীর সৈনিকের এক দৃষ্টান্তমূলক উদাহরণ,
ঝিনাইদহ৪ কালিগঞ্জ নির্বাচনী এলাকা জননেতা, সাইফুল ইসলাম ফিরোজ ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কেন্দ্রীয় সংসদ,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদকদক জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের, মনোনয়ন হোল্ড করে অতিথি পাখির আগমনের আভাসে,লাখো জনতা রাজপথে নেমে প্রতিবাদ সভা ও গণ মিছিলের আয়োজন করে!বিএনপি ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতা কর্মীও নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত থাকেন!
ভালোবাসার বহিঃপ্রকাশ। জনতার ঢল। কালিগঞ্জে ইতিহাস সৃষ্টি করলেন ঝিনাইদহ ৪ আসনের গণ মানুষের নেতা মেহনতি মানুষের নেতা কালিগঞ্জ বাসির প্রাণপ্রিয় নেতা ,মোঃ সাইফুল ইসলাম ফিরোজ। রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করেন, প্রদর্শন শেষ দলীয় কার্যালয়ে এসে রেলিটি শেষ হয়!

IBRAHIM SHEAK

0

0

1