ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
Calção Crio
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম–২০২৫ বাস্তবায়ন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাংবাদিক, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা।
এমডিভি সুপারভাইজার মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব উল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন ও এনটিভির অনলাইন প্রতিনিধি আবুল কাশেম।
এসময় লেমশীখালী ইউপি চেয়ারম্যান আখতার হোছাইন, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম সিকদার, কৈয়ারবিল ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম কুতুবী, কুতুবদিয়া থানার উপপরিদর্শক মোঃ মুজাম্মেল হক, সাংবাদিক নজরুল ইসলামসহ সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আগামী ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিন কুতুবদিয়ার সব ইউনিয়নে জলাতঙ্ক প্রতিরোধে সকল কুকুরকে টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে বক্তারা সকলের সহযোগিতা কামনা করেন।
স্বেচ্ছাসেবকদের তীব্র প্রতিবাদে হাসপাতাল ত্যাগ করতে বাধ্য হয়েছেন ছাত্রদল ও বিএনপির নেতা | Milestone
ভিডিওতে নামটি ভুল হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। সংশোধন করে নামটি হবে “শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি”। এই ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকব। আপনাদের সমর্থন ও বোঝাপড়ার জন্য ধন্যবাদ।
হাসপাতালে ছাত্রদল-বিএনপি নেতাদের বিতর্কিত ঘটনা! রাকিবুল ইসলাম রাকিব, রুহুল কবির রিজভী ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি স্বেচ্ছাসেবকদের প্রতিবাদের মুখে হাসপাতাল ছাড়তে বাধ্য। এই Breaking News-এর বিস্তারিত জানতে পোস্টটি শেয়ার করুন। #bnpnews #chhatradal #politicalcontroversy
Dhaka Plane Crash 2025,
Bangladesh Air Force Crash,
উত্তরা খবর,
বিমান বাহিনী দুর্ঘটনা,
Milestone School Tragedy,
বাংলাদেশ খবর,
Uttara Plane Crash,
দিয়াবাড়ি খবর,
Bangla News,
শোকাবহ ঘটনা,
ছাত্রদল,
বিএনপি,
হাসপাতাল ঘটনা,
#banglanews #banglanewstoday #banglanewsong #banglanewsong2024 #banglanewslive #banglanewsong2023 #banglanewsong2020 #banglanewstv #banglanewshortfilm #banglanewsupdate #banglanewsadsong #banglanewschannel #banglanewshortfilm2021 #banglanewshortfilm2020 #banglanewsong2019 #banglanewsong2022 #banglanewsong2021 #banglanewsong2025 #banglanewsong2018 #rbanglanews #rbanglanewslive #banglanews24




