Şort oluşturmak

নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা লেখা ভেসে ওঠার ঘটনা ঘটেছে। গত ২ এপ্রিল, বুধবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাগরিবের নামাজের সময় এই ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীদের মতে, সাইনবোর্ডে "জয় বাংলা" স্লোগানের পাশাপাশি "বাংলা আমার অহংকার, বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে" লেখা প্রদর্শিত হয়। বিষয়টি লক্ষ্য করার পর স্থানীয়রা দ্রুত সাইনবোর্ডটি খুলে ফেলে।


স্থানীয়দের দাবি, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। তবে কীভাবে এই বার্তাগুলো সাইনবোর্ডে প্রদর্শিত হলো, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।


মসজিদ কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান বলেন, "এই ঘটনা শোনার পর সাইনবোর্ডটি খুলে রাখা হয়েছে। কীভাবে এটি ঘটল, তা এখনও বোঝা যাচ্ছে না।"


এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, "ঘটনাটি আমরা শুনেছি এবং খতিয়ে দেখছি। যদি কেউ এ বিষয়ে অভিযোগ করে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"


ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং প্রযুক্তিগত ত্রুটি নাকি কোনো উদ্দেশ্যপ্রণোদিত কাজ তা খুঁজে বের করার চেষ্টা করছে।

KAZI MAHAMUDUL HASAN

0

1

19

দোয়ারাবাজারে অবহেলায় নষ্ট হচ্ছে শত শত টাকার সরকারি ঔষধ।

Mamun Monsi

0

0

6

নেত্রকোনায় বিয়ের বাস সড়ক থেকে ক্ষেতে পড়ে গিয়ে একজন বরযাত্রী নিহত হয়েছেন।এত আহত হয়েছেন আরো ৭জন।

শুক্রবার দুপুরে জেলার আটপাড়া উপজেলা থেকে বাসটি বিয়ের অনুষ্ঠানে সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের বনগাও যেতে ছিল। পথিমধ্যে নেত্রকোনা - মৌগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Bijoy Chandra Das

0

0

11

⁣⁣হকারেরা জ্বালায় অতিষ্ঠ ট্রেনে যাত্রীরা

Akm Kaysarul Alam

0

2

23

আজ রাশেদ খানের নেতৃত্বে ঝিনাইদহে শহরে ট্রাকের গন শোভাযাত্রার আযোজিত হয়।

Borhan Kabir

0

1

15

⁣ন্যায্য দাবির প্রতিপালনে যদি কোনো ধরনের নাটকীয়তা বা জবরদস্তি করা হয়, আমরা আর কোনো নির্বাচনী কার্যক্রমে দায়িত্ব পালন করব না।
আর যদি কোনো পুলিশকর্মী শিক্ষকদের ওপর লাঠিচার্জ করেন, সেক্ষেত্রে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পুলিশের কোন সন্তান কে ভর্তি করা হবে না।

আনোয়ার হোসেন
প্রধান শিক্ষক
খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়

MD MEHEDI MRIDHA

0

0

4