লাইক দিন পয়েন্ট জিতুন!
Şort oluşturmak
লালমনিরহাটে ইউক্যালিপটাস গাছ দেদারসে বিক্রি হচ্ছে
#ইউক্যালিপটাস #আকাশমনী #গাছ #লালমনিরহাট #কালীগন্জ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রাম এলাকার আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে মো. মনছুর বৈদ্য (৫২) নামের এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে শুক্রবার (৮ আগস্ট) দুপুরে।
নিহত মনছুর বৈদ্য হারুয়ালছড়ি ইউনিয়নের বেতুয়ারখীল এলাকার মৃত শফিউল আলমের ছেলে।
জানা যায়, তিনি আশ্রয়ণ প্রকল্পের ঘরে একা বসবাস করতেন, তবে তার পরিবার থাকতো আলাদা।
সকালবেলা ঘরের ভেতরে মনছুরের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এখনও পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ স্পষ্ট নয়, তদন্ত চলছে।
স্থানীয়দের মাঝে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে এই নির্মম ঘটনায়।
আর কত প্রাণ ঝরবে এভাবে?"**
যশোর সদর উপজেলার রূপদিয়া শেখপাড়া গ্রামে সুরাইয়া আক্তার স্মৃতি (১৮) নামের এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মিলন শেখ (মিলন ড্রাইভার) এর ছোট মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২ আগস্ট) প্রতিদিনের ন্যায় রাতে খাবার শেষে "স্মৃতি" তার মায়ের সঙ্গে নিজের ঘরে ঘুমাতে যান। ঘন্টা খানেক পরে মাকে নিজ ঘরে গিয়ে ঘুমানোর অনুরোধ করেন "স্মৃতি"। এরপর রাত আনুমানিক ১২টার দিকে তার মা ঘরে উঁকি দিয়ে দেখতে পান সে তখনও মোবাইল দেখছে। এরপর তিনি তার কক্ষে যেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু পরদিন ভোরে স্মৃতির মোবাইল ফোনে দীর্ঘক্ষণ ধরে এলার্ম বাজলে মায়ের ঘুম ভেঙ্গে স্মৃতিকে ডাকাডাকি শুরু করেন। দীর্ঘসময় ধরে সাড়া না মেলায় সন্দেহ হয়। প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে তারা দেখেন, স্মৃতি আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। জানা যায়, প্রায় দুই বছর আগে স্মৃতির বিয়ে হয় যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ার বাসিন্দা আহাদ আলীর সঙ্গে। কিন্তু সম্প্রতি আহাদ দ্বিতীয় বিয়ে করলে স্মৃতি বাবার বাড়িতে চলে আসেন এবং মানসিক অশান্তিতে ভুগছিলেন বলে পরিবার জানায়। রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।
শাহবাগের মুক্তিযোদ্ধা মিশন | Shahbag Protest Story | Shahbag | জুলাই মুক্তিযোদ্ধা
গতকাল, ১ আগস্ট, শাহবাগে জুলাই মুক্তিযোদ্ধারা একটি গুরুত্বপূর্ণ আন্দোলন পরিচালনা করেন। এই আন্দোলনে তরুণ-তরুণীদের উৎসাহ ও প্রতিশ্রুতি ছিল লক্ষণীয়। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এক নারী মুক্তিযোদ্ধা অসুস্থ বোধ করেন, যা আলোচনার বিষয় হয়ে ওঠে। এই ভিডিওতে জানুন শাহবাগ আন্দোলনের দাবি ও তাৎপর্য সম্পর্কে।
Stay informed, share, and subscribe for updates on Bangladesh’s social movements.
Cover Topic -
#shahbagprotest #bangladeshmovement
শাহবাগ আন্দোলন, জুলাই মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আন্দোলন, Shahbag Protest 2025, Bangladesh Social Movement, Bangla News, বাংলাদেশি আন্দোলন, Shahbag Movement, Protest in Bangladesh, Social Justice Bangladesh, Bangla Activism, Youth Movement Bangladesh, Bangladesh News 2025, Shahbag Demonstration, Women in Protest, Info Today Bangla, Info Today,
#শাহবাগ_আন্দোলন
#জুলাই_মুক্তিযোদ্ধা
#BangladeshProtest
#ShahbagMovement2025
#SocialJustice
#বাংলাদেশ_আন্দোলন
#infotodaybangla
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন
.
#ullapara | #sirajganj-4 | #azadhossain





