Ovaj video se obrađuje, vratite se za nekoliko minuta
শান্তি যদি পেতে চাও তো প্রকৃতির মাঝে হারিয়ে যাও। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের রশ্মি সরাসরি দর্শনে হৃদয় কূলে বসবাসরত হতাশা নামক কীটেরাও শান্তি বিলাস বহুল হবে।
11
0
1
35
কক্সবাজারের কুতুবদিয়ায় ডেঙ্গু পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।
নভেম্বর মাসেই দুই শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন—যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন ইউনিয়ন এবং বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্য বলছে—
গত দুই সপ্তাহে ডেঙ্গু উপসর্গ নিয়ে প্রতিদিন ৮ থেকে ১২ জন রোগী চিকিৎসা নেওয়ায় আসছেন। চিকিৎসকরা জানাচ্ছেন— যাদের অবস্থা জটিল নয়, তাদের বাসায় থেকেই চিকিৎসার নির্দেশ দেওয়া হচ্ছে।“দ্বীপাঞ্চলে আগে এত ডেঙ্গু দেখা যেত না। জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে মশার বিস্তার বেড়েছে।
এখনই পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”
1
0
0
1
কর্মস্থলে ফিরতে মানুষের ঢল
9
0
0
1,145
মাহফুজের বিরোধীতাকে বাঁধা মনে করছেন না শ্রমিকনেতা আব্দুর রহমান।