Quần short Tạo ra


নেত্রকোনায় আন্তঃনগর ট্রেনে জনতার হাতে এক অপহরণকারী আটক
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন থেকে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে একটি ছেলেকে অপহরণকারীর হাত থেকে
উদ্ধার করা করেছে ট্রেনে থাকা যাত্রীরা।
অপহৃত ছেলেটির নাম আলী উসমান।সে জেলার মোহনগঞ্জ উপজেলার নগর গ্ৰামের দুদু মিয়ার ছেলে।
অপরদিকে অপহরণকারী জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান এলাকার বাসিন্দা ছানোয়ার হোসেন।
তাকে ট্রেনের যাত্রীরা পুলিশে দেয়ার প্রক্রিয়া চলছে।


টাকা ফেরত পাওয়ার দাবীতেশ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ক্লাবে ৩মে'২৫ শনিবার উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত নওশের আলী গাজীর পুত্র রেজাউল ইসলাম এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন তার বাড়ীর পার্শ্বে মোঃ কামাল হোসেন তাকে চার লক্ষ ত্রিশ হাজার টাকা চুক্তিতে কুয়েতে নিয়ে যায় ৩১ মার্চ। কুয়েতে যাওয়ার পর তাকে আর এক দালালের কাছে হস্তান্তর করেন। উক্ত দালাল বাড়ী থেকে তাকে ৫০ হাজার টাকা আনতে বলেন। তাকে দাবীকৃত টাকা না দিতে পারায় প্রায়ই অত্যাচার করত। ১ মাস থাকার পরও কোন প্রকার কাজ বা কাগজপত্রাদি দেয় নাই। পরবর্তীতে ২৮ এপ্রিল তাকে দেশে পাঠায়। রেজাউল করিম বলেন তার ভাড়ায় চালিত মাইক্রো বিক্রী করে টাকা দেয় বিদেশ যাওয়ার জন্য। বর্তমানে কোন কাজ নাহওয়ায় সমগ্র টাকা ফেরত পাওয়ার দাবীতে কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করে সংবাদ সম্মেলন করেছেন।