Pantalones cortos crear

যশোর সদর উপজেলার রূপদিয়া শেখপাড়া গ্রামে সুরাইয়া আক্তার স্মৃতি (১৮) নামের এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মিলন শেখ (মিলন ড্রাইভার) এর ছোট মেয়ে।


পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২ আগস্ট) প্রতিদিনের ন্যায় রাতে খাবার শেষে "স্মৃতি" তার মায়ের সঙ্গে নিজের ঘরে ঘুমাতে যান। ঘন্টা খানেক পরে মা‌কে নিজ ঘরে গিয়ে ঘুমানোর অনুরোধ করেন "স্মৃতি"। এরপর রাত আনুমানিক ১২টার দিকে তার মা ঘরে উঁকি দিয়ে দেখতে পান সে তখনও মোবাইল দেখছে। এরপর তিনি তার কক্ষে যেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু পরদিন ভোরে স্মৃতির মোবাইল ফোনে দীর্ঘক্ষণ ধরে এলার্ম বাজলে মায়ের ঘুম ভেঙ্গে স্মৃতিকে ডাকাডাকি শুরু করেন। দীর্ঘসময় ধরে সাড়া না মেলায় সন্দেহ হয়। প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে তারা দেখেন, স্মৃতি আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। জানা যায়, প্রায় দুই বছর আগে স্মৃতির বিয়ে হয় যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ার বাসিন্দা আহাদ আলীর সঙ্গে। কিন্তু সম্প্রতি আহাদ দ্বিতীয় বিয়ে করলে স্মৃতি বাবার বাড়িতে চলে আসেন এবং মানসিক অশান্তিতে ভুগছিলেন বলে পরিবার জানায়। রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

রাসেল মাহমুদ

0

0

9

🛑 পাবনা মানসিক হাসপাতাল এলাকায় ৯ দালাল আটক
পাবনা, ২৯ জুন ২০২৫:

আজ রবিবার (২৯ জুন ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত পাবনা মানসিক হাসপাতাল এলাকা থেকে ৯ জন দালালকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পাবনা।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এনএসআই পাবনা জেলা শাখা এ অভিযান পরিচালনা করে। অভিযানে ধৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানসিক হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের হয়রানি ও প্রতারণা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
এনএসআই সূত্র জানিয়েছে, এসব দালাল নানা কৌশলে রোগীদের কাছ থেকে টাকা আদায় করত এবং চিকিৎসা সেবার নামে বিভ্রান্ত করত।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Mirza Mizanur Rahman Mizan

0

0

5,214