ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
Kurze Hose Erstellen

ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তি ব্যবহার করে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। ২৮ জুলাই ২০২৫, সোমবার, সহকারী পুলিশ সুপার সাগর সরকারের নেতৃত্বে এই ফোনগুলো মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। আইএমইআই ট্র্যাকিং ও সিইআইআর পোর্টালের মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে। এই উদ্যোগ জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়িয়েছে। Watch this video to learn more about this remarkable police operation! #mobilerecovery #policesuccess
tags:
হালুয়াঘাট, ধোবাউড়া, মোবাইল ফোন উদ্ধার, তথ্য প্রযুক্তি, পুলিশ অভিযান, ময়মনসিংহ, সাগর সরকার, আইএমইআই ট্র্যাকিং, সিইআইআর, জনগণের আস্থা, Mobile Recovery, Police Operation, Bangladesh News, Technology in Policing,
#হালুয়াঘাট #ধোবাউড়া #মোবাইলউদ্ধার #পুলিশসাফল্য #তথ্যপ্রযুক্তি #ময়মনসিংহ #mobilerecovery #policeoperation #bangladeshnews #technology


জয়পুরহাটের ক্ষেতলালে গভীর নলকূপের লাইনম্যান আবু সাইদকে (৬০) হাত-পা বেঁধে শ্বাসরোধ করে
হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার বরাইল ইউনিয়নের কালাইগাড়ি মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ উপজেলার বরাইল ইউনিয়নের রেলগাড়ী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গভীর নলকূপে লাইনম্যান ও পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবু সাইদ। রাতেও নিয়মমতো দায়িত্বে ছিলেন তিনি। ভোরে ফোনে যোগাযোগ করে না পেয়ে নলকূপের ঘরে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।