লাইক দিন পয়েন্ট জিতুন!
短裤 创造
ঈদের বাজেট ৪ ৫ লাখ টাকা #eidspecial #eidmarket
বিএনপি'র কেন্দ্রীয় বিশেষ সামনে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিএনপির ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও রেলী অনুষ্ঠিত হয়েছে।২৫ অক্টোবর দুপুরের পর থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ব্যানার পেস্টুন নিয়ে দলে দলে নেতাকর্মীরা জড়ো থাকে। আজকের আলোচনা আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
হাসিনার পতন না হলে কার ফাসি হতো..? নাহিদের নাকি জামায়াত বিএনপির।
#foryou #viral #fyp #iamaakbor #bcb #aakbor #mrakbor #viralvideo #bnp #awamileague #jamateislami #post #politics #রাজনীতি #দুর্নীতি #ncp
অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে ২০১০ সালের বালু মহাল ও মাটি কাটা আইন ০৪ এবং ১৫ ধারায় অভিযুক্ত করে মণিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোঃ ইব্রাহিম হোসেনকে (২০) অর্থদন্ডের মাধ্যমে নগদ ৫০ হাজার নগদ টাকা জরিমানা আদায় করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মণিরামপুর সহকারি কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন।
বৃহস্পতিবার (১লা জানুঃ) বিকালে মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের প্রধান সড়কের পার্শ্ববর্তী লাউড়ী পল্লীবিদ্যুৎতের পাওয়ার সাবস্টেশনের গা ঘেঁষে কামরুল ইসলামের জমি হতে স্কো দিয়ে মাটি কাটার অপরাধে সরাসরি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করে অর্থদণ্ড আদায় করা হয় বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে মণিরামপুর সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ের তথ্য মিডিয়া সেল।এ সময় স্কো মিটারের একটি ব্যাটারী সেট জব্দ করা হয়।
কৃষি জমির উর্বরতা হারানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় ও চলাচলের রাস্তার ক্ষয়রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নবাগত মণিরামপুর সহকারি কমিশনার ভূমি মাহির দায়ান আমিন।





