निकर सृजन करना
মাধবপুরে বেড়া দিয়ে রাস্তা দখল, গৃহবন্দী ১০ পরিবার!
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামে রাস্তা দখল করে বেড়া দেওয়ায় প্রায় ১০টি পরিবার গৃহবন্দী হয়ে পড়েছে।
জানা গেছে, দীর্ঘ দুই যুগ ধরে গ্রামের মানুষ যে রাস্তা দিয়ে চলাচল করে আসছিলেন, আব্দুল গফুর ও সুলেমান মিয়া সেটি জবরদখল করে বন্ধ করে দিয়েছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই ১০ পরিবার। অভিযুক্তরা মালিকানার দোহাই দিলেও দলিলপত্রে এটি রাস্তা হিসেবে উল্লেখ রয়েছে।"
ভুক্তভোগীরা জানান, হঠাৎ করে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় এখন তারা প্রায় গৃহবন্দী হয়ে পড়েছেন। শুধু চলাচলই নয়, শৌচাগারের নোংরা পানি নিষ্কাশনেও বাধা সৃষ্টি হচ্ছে। এতে এলাকাজুড়ে অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিবাদ করলে হামলা-মামলা ও নানা হুমকি দেওয়া হচ্ছে।"
ভুক্তভোগী জানান, আমরা গৃহবন্দী হয়ে পড়েছি। কথা বললেই হামলার শিকার হতে হয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।"
বীর মুক্তিযোদ্ধাদের হাতে কম্বল তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস,
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সিনিয়র নেতা এ. জেড. এম. সালেহ ফারুক, ইউসুফ আলী মৃধা—আহ্বায়ক, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডারসহ প্রবীণ বীর মুক্তিযোদ্ধাগণ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণে এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সকলের।
আজ থেকে কর্মবিরতি মেট্রোরেল #news #newsupdate #metro #metrorail #metroraildhaka





