লাইক দিন পয়েন্ট জিতুন!
短裤 创造

গণঅভ্যুত্থান দিবস ২০২৫: ভালুকায় বিএনপির বিজয় মিছিল ও আলোচনা সভা | Victory Rally Bhaluka BNP
৫ আগস্ট ২০২৫, ময়মনসিংহের ভালুকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন! ভালুকা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল বিজয় মিছিল ও ভালুকা বাসস্ট্যান্ড বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। নেতৃত্বে ছিলেন রুহুল আমিন মাসুদ।
Watch the highlights of this historic event celebrating democracy and people’s victory.
গণতন্ত্রের এই জয়যাত্রার মুহূর্তগুলো দেখুন এবং শেয়ার করুন। #bhalukabnp #victoryrally
Cover Topic -
গণঅভ্যুত্থান দিবস, ভালুকা বিএনপি, বিজয় মিছিল ২০২৫, ময়মনসিংহ খবর, গণতন্ত্র, Bhaluka Victory Rally, BNP Bangladesh, July-August Uprising, Ruhul Amin Masud, Democracy Celebration, Info Today Bangla, Info Today,
#গণঅভ্যুত্থানদিবস #ভালুকাবিএনপি #বিজয়মিছিল #গণতন্ত্র #bhalukabnp #victoryrally2025 #bnpbangladesh #mymensinghnews #democracyday #ruhulaminmasud




আগারগাঁও ঢাকা এলজিইডি কার্যালয়ে সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ও বক্তব্য নিতে গেলে গেটে থাকা আনসার সদস্যরা এসএটিভির মাল্টিমিডিয়া রিপোর্টার Md Hasan Al Sakib কে ভিতরে ঢুকতে বাঁধা দেয় এবং এক পর্যায়ে হামলা করে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত ওই আনসার সদস্যের আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবি জানায়..
https://ekhon.tv/recent

শ্যামনগরে শতবর্ষী গিরিধরের চড়ক পূজা
শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সুন্দরবনের কোলঘেঁসা মুন্সীগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামের প্রত্যন্ত এলাকায় শতবর্ষ কাল পূর্বে চড়ক পূজা কেন্দ্র করে ছোট্ট একটি পরিচয়ের একটি মেলা হতো, শেষ পর্যন্ত গিরিধারী চড়ক মেলা নামে পরিচিতি লাভ করেছে। বিভিন্ন সময়ের পালা বদলে বাংলা নববর্ষ ও দক্ষিণবাংলায় গিরিধারী চড়ক মেলায় এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা বয়ে চলেছে দীর্ঘকাল। চৈত্র সংক্রান্তের শেষে অনুষ্ঠিত হচ্ছে গিরিধারী চড়ক মেলা। দক্ষিণবাংলায় শ্যামনগরে গিরিধারী সড়ক মেলা ইতিহাস খ্যাত। এছাড়া শ্যামনগরে উপজেলায় আটটি স্থানে চড়ক মেলা অনুষ্ঠিত হয়েছে।
২০২৫ সালে অর্থাৎ ১৪৩২ বঙ্গাব্দে চৈত্রমাসে চড়কপূজার শতবর্ষ পূর্ণ হলো। সেই উপলক্ষ্যে অতীতের সোনালি দিনগুলোকে তুলে ধরার জন্য চেষ্টা করা হয়েছে। সাথে গিরিধারে চড়ক মেলা পূজা উদযাপন কমিটির জন্মের লেখক শিক্ষক দেবপ্রসাদ মন্ডল ও নব কুমার মন্ডল তাদের তথ্য অনুসন্ধানে কাজটি আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে ।
বাংলাদেশের বাঙালিদের অতি প্রাচীনতম লোক উৎসব চড়ক পূজা শিবের গাজন। ক্রমে ক্রমে ব্রাহ্মণ পুরোহিতরা এই গাজনকে শিব উৎসবে পরিণত করেছেন। শিবক্রমে প্রধান গ্রাম দেবতা গাজন সহজে শিবের গাজন নামে পরিণত লাভ করে। পন্ডিতেরা মনে করেন যে গাজন ও গাজনের সঙ্গে সংশ্লিষ্ট চড়ক উৎসব আদিম সমাজ থেকে এসেছে।