close
লাইক দিন পয়েন্ট জিতুন!
Celana pendek Membuat
গল্লাক বাজারে জনগুরুপ্তপূর্ন্য স্থান টয়লেট নির্মানের চেষ্টা গঠতেপার প্রাণঘাতি মহামারী।
চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার গল্লাক বাজারে পাবলিক টয়লেট নির্মান করা হচ্ছে। এতে ভয়ানক স্বাস্থ্যঝূকির আশংঙ্কা করছেন স্থানীয় বাসিন্ধারা । টয়লেটটি নির্মান বন্ধ করার জন্য এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
আগারগাঁও ঢাকা এলজিইডি কার্যালয়ে সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ও বক্তব্য নিতে গেলে গেটে থাকা আনসার সদস্যরা এসএটিভির মাল্টিমিডিয়া রিপোর্টার Md Hasan Al Sakib কে ভিতরে ঢুকতে বাঁধা দেয় এবং এক পর্যায়ে হামলা করে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত ওই আনসার সদস্যের আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবি জানায়..
https://ekhon.tv/recent
Komentar
Menampilkan lebih banyak



