গাজীপুরে এক নেতার চাঁ*দা*বাজির রিপোর্ট করায় "বাংলাদেশের আলো' পত্রিকার সাংবাদিক আনোয়ারকে গাজীপুর সদর মেট্রো থানা ভবনের পূর্বপাশে ইট দিয়ে থেঁ*তলে দিচ্ছে সেই নেতার অনুসারীরা।। আর পুলিশ তা দেখে কোন অ্যাকশনে যাচ্ছে না
আওয়ামী লীগ বিদায় নিয়েছে তারা এখনো দেশের মধ্যে অরজগতা চালাচ্ছে।তাদেরকে নিষিদ্ধ করতে হবে।এবং তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে যুক্ত হতে চায়।তাই ফুটপাতে তার প্রচারণা নিজেই চালাচ্ছেন।