Quần short Tạo ra

একবার দেশ ছাড়তে পারলে পুরো গুষ্টির রানী বানামু আমার আম্মুর
#foryou
#relationshipgoals
#trendingnow
#nibba
#instagramreels
#foryoupage
#truelove
#pookie #lover
#instamood

গণঅভ্যুত্থান দিবস ২০২৫: ভালুকায় বিএনপির বিজয় মিছিল ও আলোচনা সভা | Victory Rally Bhaluka BNP
৫ আগস্ট ২০২৫, ময়মনসিংহের ভালুকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন! ভালুকা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল বিজয় মিছিল ও ভালুকা বাসস্ট্যান্ড বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। নেতৃত্বে ছিলেন রুহুল আমিন মাসুদ।
Watch the highlights of this historic event celebrating democracy and people’s victory.
গণতন্ত্রের এই জয়যাত্রার মুহূর্তগুলো দেখুন এবং শেয়ার করুন। #bhalukabnp #victoryrally
Cover Topic -
গণঅভ্যুত্থান দিবস, ভালুকা বিএনপি, বিজয় মিছিল ২০২৫, ময়মনসিংহ খবর, গণতন্ত্র, Bhaluka Victory Rally, BNP Bangladesh, July-August Uprising, Ruhul Amin Masud, Democracy Celebration, Info Today Bangla, Info Today,
#গণঅভ্যুত্থানদিবস #ভালুকাবিএনপি #বিজয়মিছিল #গণতন্ত্র #bhalukabnp #victoryrally2025 #bnpbangladesh #mymensinghnews #democracyday #ruhulaminmasud


বাগেরহাটে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সভাপতি শিকদার উজির আলী এবং প্যানেল চেয়ারম্যান জুয়েল এর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন গাংনী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য জাকির বিশ্বাস, ৫নং ওয়ার্ড সদস্য ফারুক আহমেদ, ৬নং ওয়ার্ড সদস্য মো. হান্নান, ৭নং ওয়ার্ড সদস্য আলী আহমেদ শেখ, ৮নং ওয়ার্ড সদস্য হাফিজুর রহমান ও ৯নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমানসহ এলাকাবাসী।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর শিকদার উজির আলী স্বেচ্ছাচারিতা শুরু করেছেন। তিনি ইউনিয়নের জনগণের কোনো সেবা দেন না, বরং সেবা নিতে গেলে ঘুষ দিতে হয়। ট্যাংকি, টিউবওয়েলসহ বিভিন্ন প্রকল্পের নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া পরিষদে তিনি নিয়মিত আসেন না, ফলে ইউনিয়নের জনগণ বঞ্চিত হচ্ছে মৌলিক সেবা থেকে।
৭নং ওয়ার্ড সদস্য আলী আহমেদ শেখ অভিযোগ করে বলেন, “চেয়ারম্যান এত বেশি স্বেচ্ছাচারিতা করেছে যা বর্ণনা করা কঠিন। পরিষদের ব্যাংকে থাকা প্রায় ৬ লাখ টাকা তিনি তুলে আত্মসাৎ করেছেন। এমনকি আড়াই বছর ধরে ইউপি সদস্যদের সম্মানী ভাতা দেননি।”
বক্তারা যেকোনো মূল্যে বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করে ইউনিয়নে প্রশাসক নিয়োগের দাবি জানান। তাদের মতে, এভাবে চলতে থাকলে ইউনিয়নের সাধারণ মানুষ আরও সেবা থেকে বঞ্চিত হবে এবং দুর্নীতির শিকার হবে।