লাইক দিন পয়েন্ট জিতুন!
Shorts skab
পবিত্র মাহে রমজান উপলক্ষে নড়িয়াতে জামায়াতের ইফতার মাহফিল।
মোঃ নাহিদ হোসেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় বিহারী লাল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়,
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অধ্যাপক ডাঃ মাহমুদ হোসেন বকাউল
সেক্রেটারি জেনারেল এনডিএফ ও এমপি পদপ্রার্থী শরীয়তপুর ২ ( নড়িয়া, সখিপুর)
প্রধান আলোচক,
মাওলানা মুহাম্মদ আবদুর রব হাসেমী
আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা।
সভাপতি,
মাওলানা কাজী আবুল বাশার
আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়িয়া উপজেলা পূর্ব।
সঞ্চালনা ও ব্যবস্থাপনা
ইঞ্জিনিয়ার কাহেত নজরুল ইসলাম
আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়িয়া উপজেলা পশ্চিম।
ফরিদগঞ্জে চাল নিয়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তার চালবাঁজি।
ভিজিএফের চাল নিয়ে চালবাঁজি করেছেন ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তার গোলাম মোস্তফা শামিম ।
ভিজিএফের চাল বিতরনের জন্য ইউপি চেয়াম্যান, সদস্য, সংরক্ষিত সদস্যদের সাথে আলাপ আলোচনা নাকরে নিজেস্ব কথিত বাহিনী দিয়ে কার্ড বিতরন করার গুরুতর অভিযোগ রয়েছে। শুধু নিজেস্ব বাহিনী দিয়ে কার্ড বিতরন করেই ক্ষান্ত্র হননি ইউপি সচিব মোস্তফা কামাল চাল বিতরন ও করেছেন তার নিজেস্ব বাহিনী দিয়ে।
ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা জানান, আমরা সবাই থাকার পরও তিনি তার লোক দিয়ে সকল কিছু তদারকি করেছেন। তিনিই (গোলাম মোস্তফা) সবাইকে কার্ড দিয়েছেন , কেউ কার্ড কেড়ে নেয়নি।
নাম প্রকাশ নাকরার শর্তে একাধিক ইউপি সদস্যরা জানান, সচিব তার নিজেস্ব বাহিনী দিয়ে পরিষদ পরিচালনা করে। পরিষদে আমরা থেকেও নাই।
খোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের জানান , আমি ফ্যাসিবাদের আমলে জনগনের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। তারা আমাকে ভালোবেসে জীবনের ঝুঁকি নিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি তাদের একটা ভিজিএফের একটা কার্ড দিতে পারিনা। সচিব আমাকে নাজানিয়ে নিজে নিজে কাকে কিভাবে কি দিচ্ছে আমি জানিনা।
প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামিম বলেন, আমার টেবিলে সকলের সাথে আলোচনা হয়েছে। চেয়ারম্যান সকল বিষয়ে অবগত হয়ে সাক্ষর করেছেন। তিনি আরো বলেন,
আমরা চাল বিতরন করে কার্ড সংগ্রহ করতেছি এমন সময়
সমন্বয়ক পরিচয়ে মোস্তফা ১০টি কার্ড ছিনিয়ে নিয়ে যায় এবং হট্রগোল সৃষ্টি করে। এবিষয়ে মোস্তফা জানান, কার্ড ছিনিয়ে নেওয়ার বিষয়টি সম্পূর্ন্য মিথ্যা। উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন, বিষয়টি আমি জেনেছি তাদের সাথে কথা বলে ব্যাবস্থা নিব।


