close

লাইক দিন পয়েন্ট জিতুন!

Shorts News Create

⁣এবারে রাঙ্গুনিয়ায় বোরো ধানের বাম্পার ফলন, শ্রমিকের দাম বৃদ্ধিতে বিপাকের কৃষক
দেশের শস্যভান্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাই বিলসহ বিভিন্ন বিলে এবারে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে সবুজ ধান সোনালি বৰ্ণ হয়ে পাকতে শুরু করলে গুমাই বিলসহ বিভিন্ন বিলে ধান কাটা শুরু করেছে কৃষকরা। অনেক কৃষক ধান কেটে মাড়াই করে ঘরে তুলেছেন। তবে এবার শ্রমিকের দাম বৃদ্ধি হওয়ায় বিপাকে পড়েছে কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গুমাইবিলসহ উপজেলায় ৩ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত মৌসুমে রাঙ্গুনিয়ায় ধান ও চালের ন্যায্যমূল্য পাওয়ায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আবাদ হয়েছে। বাংলাদেশে প্রধান চলনবিলের পরে দ্বিতীয় বিল হিসেবে পরিচিত এ গুমাই বিল। জানা যায়, গুমাইবিলে প্রতি বোরো মৌসুমে দেড় হাজার হেক্টর জমিতে আবাদ হয়। এ বছর প্রায় ২ হাজার হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে।

এদিকে গুমাই বিলসহ অন্যান্য বিলে গিয়ে দেখা যায় এবারে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে কৃষকরা বিপাকে পড়েছে শ্রমিকের মূল্য বৃদ্ধি নিয়ে। অন্যান্য বারের তুলনায় এবারে শ্রমিক সংকট ও শ্রমিকের দাম ৩০০ থেকে ৪০০ টাকা বৃদ্ধি হয়েছে।

তবে আবহাওয়া অনুকূলে থাকায় হাসিমুখে ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা।

Mohammad Tayabul Islam

0

0

14

এই দেশে সরকার নাই সবাই টাকার পাগল বলছেন সাধারণ জনগণ চলুন এবার শুনে আসি আমরা বিস্তারিত

Mahedi Hossen

0

1

18

গত২০২৪ সালে বিকেল ২.৩০ মিনিটে বাংলাদেশ ত্যাগ করে ভারত পারি জমায় মুজিব কন্যা শেখ হাসিনা

Md Abu Nayem

0

0

7

⁣ফ‌রিদগ‌ঞ্জে চাল নি‌য়ে ইউ‌পি প্রশাস‌নিক কর্মকর্তার চালবাঁ‌জি।

ভি‌জিএ‌ফের চাল নি‌য়ে চালবাঁ‌জি ক‌রে‌ছেন ফ‌রিদগঞ্জ উপ‌জেলার পাইকপাড়া উত্তর ইউ‌নিয়‌নের প্রশাস‌নিক কর্মকর্তার গোলাম মোস্তফা শা‌মিম ।
ভি‌জিএ‌ফের চাল বিতর‌নের জন‌্য ইউ‌পি চেয়াম‌্যান, সদস‌্য, সংর‌ক্ষিত সদস‌্যদের সা‌থে আলাপ আ‌লোচনা নাক‌রে নি‌জেস্ব ক‌থিত বা‌হিনী দি‌য়ে কার্ড বিতরন করার গুরুতর অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে। শুধু নিজেস্ব বা‌হিনী দি‌য়ে কার্ড বিতরন ক‌রেই ক্ষান্ত্র হন‌নি ইউ‌পি স‌চিব মোস্তফা কামাল চাল বিতরন ও ক‌রে‌ছেন তার নি‌জেস্ব বা‌হিনী দি‌য়ে।
ইউ‌নিয়ন প‌রিষ‌দের গ্রাম পু‌লিশ সদস‌্যরা জানান, আমরা সবাই থাকার পরও তি‌নি তার লোক দি‌য়ে সকল কিছু তদার‌কি ক‌রে‌ছেন। তি‌নিই (গোলাম মোস্তফা) সবাই‌কে কার্ড দি‌য়ে‌ছেন , কেউ কার্ড কে‌ড়ে নেয়‌নি।
নাম প্রকাশ নাকরার শ‌র্তে একা‌ধিক ইউ‌পি সদস‌্যরা জানান, স‌চিব তার নি‌জেস্ব বা‌হিনী দি‌য়ে প‌রিষদ প‌রিচালনা ক‌রে। প‌রিষ‌দে আমরা থে‌কেও নাই।
খোদ ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান আবু তা‌হের জানান , আ‌মি ফ‌্যা‌সিবা‌দের আম‌লে জনগ‌নের ভো‌টে নির্বা‌চিত চেয়ারম‌্যান। তারা আমা‌কে ভা‌লো‌বে‌সে জীব‌নের ঝুঁ‌কি নি‌য়ে চেয়ারম‌্যান নির্বা‌চিত ক‌রে‌ছেন। আ‌মি তা‌দের একটা ভি‌জিএ‌ফের একটা কার্ড দি‌তে পা‌রিনা। স‌চিব আমাকে নাজ‌া‌নি‌য়ে নি‌জে নি‌জে কাকে কিভা‌বে কি দি‌চ্ছে আ‌মি জা‌নিনা।
প্রশাস‌নিক কর্মকর্তা গোলাম মোস্তফা শা‌মিম ব‌লেন, আমার টে‌বি‌লে সক‌লের সা‌থে আ‌লোচনা হ‌য়ে‌ছে। চেয়ারম‌্যান সকল বিষ‌য়ে অবগত হ‌য়ে সাক্ষর ক‌রে‌ছেন। তি‌নি আ‌রো ব‌লেন,
আমরা চাল বিতরন ক‌রে কার্ড সংগ্রহ কর‌তে‌ছি এমন সময়
সমন্বয়ক প‌রিচ‌য়ে মোস্তফা ১০‌টি কার্ড ছি‌নি‌য়ে নি‌য়ে যায় এবং হট্রগোল সৃ‌ষ্টি ক‌রে। এ‌বিষ‌য়ে মোস্তফা জানান, কার্ড ছি‌নি‌য়ে নেওয়ার বিষয়‌টি সম্পূর্ন‌্য মিথ‌্যা। উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার সুলতানা রা‌জিয়া ব‌লেন, বিষয়‌টি আ‌মি জে‌নে‌ছি তা‌দের সা‌থে কথা বলে ব‌্যাবস্থা নিব।

Abdul Kadir

0

0

29

This video is being processed, please come back in few minutes

⁣রেলওয়ে স্টেশন

Akm Kaysarul Alam

0

1

18