close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Шорты создать

চুলকাটি প্রেসক্লাব

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি

0

0

44

গোপালগঞ্জে ভ্যান চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৫৬ জন আহত হয়েছে। রবিবার (২৯ জুন) সকাল ১১টার দিকে সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামে ঘটনাটি ঘটে।

M Obaydullah Al Mahmudi

0

2

5,788

নওগাঁ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বক্তব্য আসলে এরকম হবে ভাবায় যায় না । এতো সুন্দর বক্তব্য

Al amin Shadin

0

0

6

⁣যেখানে ৫ই আগষ্ট আ.লীগের কবর রচিত হয়েছে সেখানে তাকে নিষিদ্ধ করার কি আছে- ইশরাক।
⁣শুক্রবার (২১ মার্চ) ভোলা সদর উপজেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশের মানুষের কল্যাণে দোয়া এবং ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে ইশরাক এ কথা বলেন।

Aminul Islam

0

0

33

Это видео обрабатывается, пожалуйста, вернитесь через несколько минут

⁣এবারে রাঙ্গুনিয়ায় বোরো ধানের বাম্পার ফলন, শ্রমিকের দাম বৃদ্ধিতে বিপাকের কৃষক
দেশের শস্যভান্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাই বিলসহ বিভিন্ন বিলে এবারে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে সবুজ ধান সোনালি বৰ্ণ হয়ে পাকতে শুরু করলে গুমাই বিলসহ বিভিন্ন বিলে ধান কাটা শুরু করেছে কৃষকরা। অনেক কৃষক ধান কেটে মাড়াই করে ঘরে তুলেছেন। তবে এবার শ্রমিকের দাম বৃদ্ধি হওয়ায় বিপাকে পড়েছে কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গুমাইবিলসহ উপজেলায় ৩ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত মৌসুমে রাঙ্গুনিয়ায় ধান ও চালের ন্যায্যমূল্য পাওয়ায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আবাদ হয়েছে। বাংলাদেশে প্রধান চলনবিলের পরে দ্বিতীয় বিল হিসেবে পরিচিত এ গুমাই বিল। জানা যায়, গুমাইবিলে প্রতি বোরো মৌসুমে দেড় হাজার হেক্টর জমিতে আবাদ হয়। এ বছর প্রায় ২ হাজার হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে।

এদিকে গুমাই বিলসহ অন্যান্য বিলে গিয়ে দেখা যায় এবারে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে কৃষকরা বিপাকে পড়েছে শ্রমিকের মূল্য বৃদ্ধি নিয়ে। অন্যান্য বারের তুলনায় এবারে শ্রমিক সংকট ও শ্রমিকের দাম ৩০০ থেকে ৪০০ টাকা বৃদ্ধি হয়েছে।

তবে আবহাওয়া অনুকূলে থাকায় হাসিমুখে ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা।

Mohammad Tayabul Islam

0

0

14