ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
Shorts skab
ফরিদগঞ্জে চাল নিয়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তার চালবাঁজি।
ভিজিএফের চাল নিয়ে চালবাঁজি করেছেন ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তার গোলাম মোস্তফা শামিম ।
ভিজিএফের চাল বিতরনের জন্য ইউপি চেয়াম্যান, সদস্য, সংরক্ষিত সদস্যদের সাথে আলাপ আলোচনা নাকরে নিজেস্ব কথিত বাহিনী দিয়ে কার্ড বিতরন করার গুরুতর অভিযোগ রয়েছে। শুধু নিজেস্ব বাহিনী দিয়ে কার্ড বিতরন করেই ক্ষান্ত্র হননি ইউপি সচিব মোস্তফা কামাল চাল বিতরন ও করেছেন তার নিজেস্ব বাহিনী দিয়ে।
ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা জানান, আমরা সবাই থাকার পরও তিনি তার লোক দিয়ে সকল কিছু তদারকি করেছেন। তিনিই (গোলাম মোস্তফা) সবাইকে কার্ড দিয়েছেন , কেউ কার্ড কেড়ে নেয়নি।
নাম প্রকাশ নাকরার শর্তে একাধিক ইউপি সদস্যরা জানান, সচিব তার নিজেস্ব বাহিনী দিয়ে পরিষদ পরিচালনা করে। পরিষদে আমরা থেকেও নাই।
খোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের জানান , আমি ফ্যাসিবাদের আমলে জনগনের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। তারা আমাকে ভালোবেসে জীবনের ঝুঁকি নিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি তাদের একটা ভিজিএফের একটা কার্ড দিতে পারিনা। সচিব আমাকে নাজানিয়ে নিজে নিজে কাকে কিভাবে কি দিচ্ছে আমি জানিনা।
প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামিম বলেন, আমার টেবিলে সকলের সাথে আলোচনা হয়েছে। চেয়ারম্যান সকল বিষয়ে অবগত হয়ে সাক্ষর করেছেন। তিনি আরো বলেন,
আমরা চাল বিতরন করে কার্ড সংগ্রহ করতেছি এমন সময়
সমন্বয়ক পরিচয়ে মোস্তফা ১০টি কার্ড ছিনিয়ে নিয়ে যায় এবং হট্রগোল সৃষ্টি করে। এবিষয়ে মোস্তফা জানান, কার্ড ছিনিয়ে নেওয়ার বিষয়টি সম্পূর্ন্য মিথ্যা। উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন, বিষয়টি আমি জেনেছি তাদের সাথে কথা বলে ব্যাবস্থা নিব।
শাহবাগের মুক্তিযোদ্ধা মিশন | Shahbag Protest Story | Shahbag | জুলাই মুক্তিযোদ্ধা
গতকাল, ১ আগস্ট, শাহবাগে জুলাই মুক্তিযোদ্ধারা একটি গুরুত্বপূর্ণ আন্দোলন পরিচালনা করেন। এই আন্দোলনে তরুণ-তরুণীদের উৎসাহ ও প্রতিশ্রুতি ছিল লক্ষণীয়। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এক নারী মুক্তিযোদ্ধা অসুস্থ বোধ করেন, যা আলোচনার বিষয় হয়ে ওঠে। এই ভিডিওতে জানুন শাহবাগ আন্দোলনের দাবি ও তাৎপর্য সম্পর্কে।
Stay informed, share, and subscribe for updates on Bangladesh’s social movements.
Cover Topic -
#shahbagprotest #bangladeshmovement
শাহবাগ আন্দোলন, জুলাই মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আন্দোলন, Shahbag Protest 2025, Bangladesh Social Movement, Bangla News, বাংলাদেশি আন্দোলন, Shahbag Movement, Protest in Bangladesh, Social Justice Bangladesh, Bangla Activism, Youth Movement Bangladesh, Bangladesh News 2025, Shahbag Demonstration, Women in Protest, Info Today Bangla, Info Today,
#শাহবাগ_আন্দোলন
#জুলাই_মুক্তিযোদ্ধা
#BangladeshProtest
#ShahbagMovement2025
#SocialJustice
#বাংলাদেশ_আন্দোলন
#infotodaybangla
ডা:মো: মিজানুর রহমান- (হৃদরোগ, বক্ষব্যাধি ও রক্তনালী রোগ বিশেষজ্ঞ) সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকায় কর্মরত আছেন। তিনি অত্যন্ত সৎ, মানবিক, প্রচার বিমুখ চিকিৎসক তিনি ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী গ্রামের কৃতি সন্তান।
সরকারি হাসপাতাল রোর্ডের পাটওয়ারী মার্কেটের ২য় তলায়, কনকর্ড ডক্টরস কর্নারে প্রতি শুক্রবার
বিকাল ৫:০০টা থেকে রাত ৮:০০টা পর্যন্ত
দীর্ঘ ২৫ বছর যাবত ফরিদগঞ্জের হতদরিদ্র,অসহায় রোগী ও আত্বীয়-স্বজনদের প্রায় বিনামূল্য চিকিৎসা সেবা দিয়ে আসছেন।



