निकर सृजन करना
ভীষণ কান্না পাচ্ছে পরীমনির, কারণ জানালেন নিজেই
https://ekhon.tv/recent
প্রগতিস্মরণি রোডের জে ব্লকে এমআরটি–১ ইউটিলিটি হস্তান্তর প্রকল্পের কাজে রাস্তা খনন করা হলেও বহু স্থানে বেষ্টনী ভেঙে পড়েছে বা একেবারেই নেই। চোখে দৃষ্টি থাকা মানুষ ঝুঁকি বুঝে এড়িয়ে চলতে পারলেও দৃষ্টিহীন মানুষের জন্য এসব খোলা গর্ত নীরব মৃত্যু-ফাঁদ। এমনই এক অবহেলার শিকার হয়ে খননের গর্তে পড়ে গুরুতর আহত হয়েছেন এক অন্ধ ব্যক্তি। প্রশ্ন উঠেছে—এই দুর্ঘটনার দায়ভার নেবে কে? ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রকল্প কর্তৃপক্ষ নাকি সংশ্লিষ্ট প্রশাসন?
আমার নেতা শহীদ জিয়াউর এ দেশের স্বাধীনতার ঘোষণা করছে!ফাইজলামি করতে আমরা বিএনপি করি না! আমরা দেশের অতন্ত্র প্রহরী,এই দেশ'কে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদীদল,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭১ করেছে ৯০ এর ম্যাডাম খালেদা জিয়া করেছে ২৪ শে আমার নেতা বাংলাদেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে - কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক,ফজলে হুদা বাবুল।



