লাইক দিন পয়েন্ট জিতুন!
短裤 创造
ঝিনেদা ৪ কালিগঞ্জ বিএনপির বহিরাগত তৃণমূল কোন রকম মেনে নিবে না কথা কিলিয়ার!
রাজনৈতিক অঙ্গনের দুঃসময় রাজপথের বীর সৈনিকের এক দৃষ্টান্তমূলক উদাহরণ,
ঝিনাইদহ৪ কালিগঞ্জ নির্বাচনী এলাকা জননেতা, সাইফুল ইসলাম ফিরোজ ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কেন্দ্রীয় সংসদ,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদকদক জননেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের, মনোনয়ন হোল্ড করে অতিথি পাখির আগমনের আভাসে,লাখো জনতা রাজপথে নেমে প্রতিবাদ সভা ও গণ মিছিলের আয়োজন করে!বিএনপি ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতা কর্মীও নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত থাকেন!
ভালোবাসার বহিঃপ্রকাশ। জনতার ঢল। কালিগঞ্জে ইতিহাস সৃষ্টি করলেন ঝিনাইদহ ৪ আসনের গণ মানুষের নেতা মেহনতি মানুষের নেতা কালিগঞ্জ বাসির প্রাণপ্রিয় নেতা ,মোঃ সাইফুল ইসলাম ফিরোজ। রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করেন, প্রদর্শন শেষ দলীয় কার্যালয়ে এসে রেলিটি শেষ হয়!
দেশের প্রধান চারটি অঞ্চল—চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা—বর্তমানে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে (High Earthquake Risk) রয়েছে। সম্প্রতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (Fire Service and Civil Defence Bangladesh) এই জরুরি সতর্কবার্তা জারি করেছে, যা বাংলাদেশের ভূ-প্রাকৃতিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মতে, দেশের ভূ-ত্বকীয় গঠন, সক্রিয় ফল্ট লাইন (Fault Lines) এবং পার্শ্ববর্তী অঞ্চলের ভূমিকম্পের দীর্ঘ ইতিহাস বিশ্লেষণ করে দেখা গেছে, যেকোনো সময় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প (7+ Magnitude Earthquake) আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এই মাত্রার ভূমিকম্প ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে।
https://ekhon.tv/lifestyle/692....17e2706389fa7b7908d6




