শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এণ্ড কলেজে প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ার মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা মন্দির সমিতি বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিকেল ৫টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়িতে এ প্রার্থনার আয়োজন করা হয়।
প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন জেলা মন্দির সমিতির সাবেক সভাপতি বিশ্বনাথ ঘোষ, সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, সহসভাপতি স্বপন কুমার শীল এবং সাবেক সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ। তারা এ দুর্ঘটনাকে নজিরবিহীন বলে বর্ণনা করেন এবং বলেন, "শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক যারা মারা গেছেন তাদের পরিচয় অবিলম্বে প্রকাশ করতে হবে। যারা দুর্ঘটনার পর ভয়াবহ দৃশ্য সহ্য করতে না পেরে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন তাদেরকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে শুধু প্রশাসন নয়, সর্ব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।"
সভায় নেতৃবৃন্দ আরও বলেন, "হাসপাতালে চিকিৎসাধীন সকলের রক্ত সরবরাহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। ঘটনার নেপথ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখে জনসম্মুখে প্রকাশ করতে হবে।"
উল্লেখ্য যে, এই দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক প্রাণ হারিয়েছেন এবং অনেকে গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনা পরবর্তী সময়ে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং তাদের মানসিক সুস্থতা ফিরিয়ে আনতে বিশেষজ্ঞদের সহায়তা প্রয়োজন বলে মনে করা হচ্ছে।
বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা করছেন, এই তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
প্রার্থনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "এখন সময় এসেছে একযোগে এগিয়ে আসার এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর।" তারা আরও বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদার করতে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।"