সোমবার, ২৫ আগস্ট ২০২৫ :
উত্তরা ও টঙ্গীসহ গাজীপুরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে টঙ্গী তুরাগ নদীর ওপর দ্রুত সেতু নির্মাণের দাবিতে আজ (২৫ আগস্ট, সোমবার) গাজীপুরে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রতিদিন হাজার হাজার মানুষকে যাতায়াতের সময় ভয়াবহ যানজট ও ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে উত্তরার সঙ্গে টঙ্গী ও গাজীপুর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এ অবস্থায় তুরাগ নদীর ওপর অবিলম্বে একটি নতুন সেতু নির্মাণ ছাড়া বিকল্প নেই।
আয়োজকরা বলেন, “গাজীপুর হচ্ছে দেশের একটি প্রধান শিল্পাঞ্চল। প্রতিদিন লক্ষাধিক শ্রমিক, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। নতুন সেতু নির্মাণ হলে শুধু সময় ও খরচ কমবে না, অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে।”
মানববন্ধনে স্থানীয় জনসাধারণ ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা স্লোগান দেন— “সেতু হোক, দুর্ভোগ কাটুক”।
মূল দাবি
উত্তরার সঙ্গে টঙ্গী ও গাজীপুরের সংযোগ বৃদ্ধির জন্য অবিলম্বে নতুন সেতু নির্মাণ।
যানজট ও দুর্ঘটনা কমিয়ে নিরাপদ ও দ্রুত যাতায়াত নিশ্চিত করা।
শিল্পকারখানার শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি নিরসন।
মানববন্ধনের আয়োজন করে উত্তরা ও টঙ্গী, গাজীপুরবাসী।