close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

উপজেলা প্রেসক্লাব দুপচাঁচিয়া ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ..

Sushanto Malakar avatar   
Sushanto Malakar
সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ 

 

 

দুপচাঁচিয়ায় উপজেলা প্রেসক্লাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬ নভেম্বর বৃহস্পতিবার ক্লাব কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ এবং সদস্য আজিজুল হকের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (uno) শাহরুখ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) নাছিরুল ইসলাম। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, নিউ মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ্ব শামসুদ্দিন আহমেদ, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম বেলাল, সাংবাদিক আখতারুজ্জামান তুহিন, ক্লাবের সহসভাপতি এম,ডি শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রায়হান, সদস্য আবু আব্দুল্লাহ প্রিন্স প্রমুখ। এসময় ক্লাবের কোষাধ্যক্ষ খাইরুল ইসলাম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী শিশির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য কামরুল হাসান লিটন, অরবিন্দ কুমার দাস, আবু রায়হান চৌধুরী, বেলাল হোসেন, কুতুবুল আলম উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী কেক কর্তন করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ তাই প্রত্যেক সাংবাদিককে বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর সংবাদ পরিবেশন করা উচিত।

No comments found


News Card Generator