রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীতে জেলা পুলিশের নিয়মিত অভিযানে উদ্ধার হওয়া ৩০৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।
পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংদী জেলার সাতটি থানা—সদর, শিবপুর, রায়পুরা, বেলাব, পলাশ, মনোহরদী ও মাধবদী—এবং পুলিশ সুপার কার্যালয়ের এলআইসি শাখার একটি বিশেষ টিম গত এক মাসে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩০৩টি মোবাইল ফোন উদ্ধার করে।
হারানো ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা পুলিশের এ উদ্যোগে গভীর সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, “আমরা ভেবেছিলাম ফোনগুলো আর কখনো ফিরে পাব না, কিন্তু পুলিশ যে দ্রুততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছে, তা সত্যিই প্রশংসনীয়।”
পুলিশ জানায়, হারানো মোবাইলগুলোর মালিকরা পূর্বে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। জিডির তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় (IMEI ট্র্যাকিংয়ের মাধ্যমে) পুলিশ এসব ফোন শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, “জনগণের সম্পদ রক্ষা ও তাদের আস্থা অর্জনই পুলিশের মূল লক্ষ্য। হারানো মোবাইল ফিরিয়ে দেওয়া শুধু দায়িত্ব নয়—এটি জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ককে আরও দৃঢ় করে।”
তিনি আরও বলেন, “নরসিংদী জেলা পুলিশের প্রতিটি ইউনিট প্রযুক্তিনির্ভর সেবায় কাজ করছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সাধারণ মানুষ আরও সহজে হারানো সম্পদ ফিরে পায়।”
উল্লেখ্য, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জেলা পুলিশের এলআইসি শাখায় একটি বিশেষ টিম গঠন করা হয়েছে, যারা নিয়মিতভাবে হারানো মোবাইল শনাক্ত ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।



















