তোফাজ্জল হত্যা মামলার আসামি বাহাদুর রাজা ১০২ বোতল বিদেশি মদ ও দেশীয় অস্ত্রসহ আটক"
ভালুকা, ময়মনসিংহ:
ময়মনসিংহের ভালুকায় তোফাজ্জল হত্যা মামলার আসামি বাহাদুর রাজাকে (৩২) ১০২ বোতল বিদেশি মদ ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে উপজেলার ডুবালিয়া পাড়া মাস্টার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও র্যাব সদস্যরা ডুবালিয়া পাড়া মাস্টার বাড়িতে অভিযান চালায়। এ সময় তোফাজ্জল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বাহাদুর রাজাকে আটক করা হয়। তার কাছ থেকে ১০২ বোতল বিদেশি মদ ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, বাহাদুর রাজাকে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।