দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক টেলিভিশন টকশোতে তীব্র বাক্যবিনিময়ে জড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। আলোচনা শুরুর কিছুক্ষণের মধ্যেই তা ব্যক্তিগত আক্রমণ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্যে রূপ নেয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে এনসিপি নেতাকে উদ্দেশ্য করে বলা হয়, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নির্বাচনকে 'ভুয়া' এবং একজন ব্যক্তিকে 'ভিক্ষুকের সন্তান' বলে অভিহিত করেছেন, যা রাজনৈতিক নেতাদের কাছ থেকে অপ্রত্যাশিত। এর জবাবে, বিএনপি নেতার অতীত কর্মকাণ্ড এবং দল গঠনের প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তোলা হয়। আলোচনায় এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তাদের দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামকে অস্বীকার করে এখন আন্দোলনের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
আলোচনার এক পর্যায়ে ছাত্রদের কোটাবিরোধী আন্দোলন নিয়েও উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক নেতা দাবি করেন, এটি ছিল শুধুমাত্র চাকরির জন্য কোটাবিরোধী আন্দোলন এবং দাবি পূরণ হলে তা আর চলমান থাকতো না। অনুষ্ঠানের সঞ্চালক বারবার উভয় পক্ষকে সংযত ভাষায় কথা বলার অনুরোধ করলেও পরিস্থিতি শান্ত হয়নি।