কুমিল্লার তিতাসে নজরুল ইসলাম ভূঁইয়া হত্যার প্রতিবাদে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কড়িকান্দি বাজার থেকে উপজেলা চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় মানববন্ধনে রূপ নেয়। বক্তারা বলেন, এ নৃশংস হত্যাকাণ্ডে শুধু আটক স্বামী-স্ত্রী নয়, আরও অনেকে জড়িত থাকতে পারে। তাই সকল অপরাধীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসি কার্যকরের দাবি জানান তারা।
কর্মসূচিতে উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মো. সবির হোসেন, সমাজসেবক এমদাদ হোসেন ভূঁইয়া, আবুল কাসেম ভূঁইয়া বাবুল, আজহারুল ইসলাম ভূঁইয়া মেম্বার, সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধরসহ স্থানীয় গণ্যমান্যরা বক্তব্য রাখেন। নিহতের স্ত্রী, বাবা-মা ও স্বজনরাও এ সময় উপস্থিত ছিলেন।
তিতাস থানার ওসি শহিদ উল্যাহ বলেন, “হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে।”
ঘটনার পটভূমি:
৬ আগস্ট রাতে শাহাবৃদ্ধি গ্রামের নজরুল ইসলামকে প্রতিবেশী দম্পতি মোহাম্মদ হোসেন ও স্মৃতি আক্তার ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে। পরে লাশ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। পুলিশ খণ্ডিত লাশের ছয়টি অংশ উদ্ধার করেছে।
No comments found