ঠাকুরগাঁও,সংবাদদাতা।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এসএসসি ,দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে জেলা ছাত্রশিবিরের আয়োজনে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে ২৫০ জন কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। জেলা ছাত্রশিবিরের সভাপতি সাদেকুল ইসলাম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রজব আলী, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান হোসেন,সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও দিনাজপুর শহর সভাপতি আবুল কালাম আজাদ,এডভোকেট আমানুল্লাহ আল জিহাদী,আবাদ তাকিয়া মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম,মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মতিউর রহমান ,নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তালুকদার শাহজালাল জুয়েল প্রমুখ।