ঠাকুরগাঁও, সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নেকমরদ বাজার বড় মসজিদ এলাকায় ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩১২০ পিচ ইয়াবা সহ ৪ মাদককারবারিকে আটক করেছে। আটককৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৭), কিসমত পলাশবাড়ী মালদহপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে নুরজামাল (২৮) , একই গ্রামের মতিউর রহমানের ছেলে রাজিউর রহমান (২২) ও দক্ষিণ পাড়ুয়া গ্রামের দবিরুল হকের ছেলে মোতালেব হক (২২)। ওসি ডিবি মামুন অর রশিদের নেতৃত্বে ৯ সদস্যের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।