ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পালিত হলো জাতীয় কন্যাশিশু দিবস।..

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পালিত হলো জাতীয় কন্যাশিশু দিবস।

ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলায় বুধবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অ..

 

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলায় বুধবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত। বক্তারা বলেন, কন্যাশিশুদের অধিকার, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতে হলে পরিবার ও সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী, বিএনপির সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন।

 

এ ছাড়া বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলাম, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি সোহরাব হোসেন, মহিলা দলের যুগ্ম সম্পাদক আনার কলি, উপজেলা তথ্য কর্মকর্তা হালেমা খাতুন, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি বিলকিস বেগম ও ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী গোলাম রব্বানী।

 

বক্তারা বলেন, আজকের কন্যাশিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ বেড়ে ওঠার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator