ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৪নং লেহেম্বা ইউনিয়নের গোগড় বাজার এলাকার রাকিব (২২) জাতীয় বিশ্ববিদ্যালয়ে Zoology বিভাগে পড়াশোনা করছে। ২০১৯ সালে এসএসসি পাস করা মেধাবী এই তরুণ হঠাৎ করেই জীবন-মৃত্যুর লড়াইয়ে নেমে এসেছে।
সম্প্রতি রাকিবের পেটে তীব্র ব্যথা শুরু হলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় জানা যায়—রাকিবের Stage 3 Colorectal Cancer ধরা পড়েছে। চিকিৎসকরা তার পেটের নষ্ট হওয়া অংশ কেটে Colostomy সার্জারি করে দিয়েছেন। বর্তমানে রাকিব গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলো। কিন্তু, অর্থের অভাবে রাকিব কে বাসায় নিয়ে আসা হয়েছে।
দিনমজুর বাবা রেজাউলের একমাত্র ছেলে রাকিব। অসুস্থ সন্তানের চিকিৎসা চালিয়ে যাওয়া তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। হাসপাতাল পর্যন্ত আসতে বাবার হাতে ছিল মাত্র দুই হাজার টাকা। চিকিৎসা খরচ বহন করতে না পেরে তিনি সমাজের বিত্তবান, প্রবাসী ও রাজনীতিবিদ সহৃদয় মানুষদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।
👉 রাকিবের ঠিকানা: গোগড় বাজার, রাণীশংকৈল, ঠাকুরগাঁও
👉 পিতার নাম: রেজাউল
📞 যোগাযোগ: 01773492847 (রাকিবের বাবা)
বিকাশ নম্বর: 01312171953
রাকিবের পরিবার বলছে প্রতিদিন আমরা নানাভাবে অর্থ অপচয় করি। অথচ সামান্য ১০ টাকার সাহায্যও আমাদের সন্তানের জীবন বাঁচাতে ভূমিকা রাখতে পারে।”
স্থানীয়রা বলছেন, সবার সামান্য সহায়তা মিলেই হয়তো রাকিব আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে।