ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে অনুষ্ঠিত ডুমুর কালি মেলায় পুলিশের অভিযানে দুই জুয়া পরিচালনাকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) বিকেলে মেলায় ৮ থেকে ১০টি জুয়ার বোর্ড বসানো হয় এ খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযান চলাকালে জুয়াড়িরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আবু হায়াত , পিতা হবিবর রহমান এবং মোঃ ফারুক হোসেন (৩২), পিতা মোঃ মোজাম্মেল হক। তারা উভয়েই ঠাকুরগাঁও সদর উপজেলার ৯নং রায়পুর ইউনিয়নের আরাহী ফকদনপুর গ্রামের বাসিন্দা।
অভিযান চলাকালে পুলিশ জুয়ার বোর্ড ও খেলার সরঞ্জাম জব্দ করে। তবে অন্যান্য জুয়াড়িরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা ভূমি কমিশনার, মজিবুর রহমান কর্তৃক বংগীয় প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭ এর ৪ ধারায় দোষী সাব্যস্ত করে দুইজনকে ৯ (নয়) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে রাত ১০টার দিকে তাদের থানা হাজতে রাখার অনুমতি দেওয়া হয়।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, “আইনের বাইরে কেউ নয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















