ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে জুয়া খেলায় ধরা দুইজনের ৯ দিনের কারাদণ্ড....

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
রাণীশংকৈলে জুয়া খেলায় ধরা দুইজনের ৯ দিনের কারাদণ্ড <br> <br> ঠাকুরগাঁও প্রতিনিধি: <br>হাসিনুজ্জামান মিন্টু,, <br> <br>‎ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে অনুষ্ঠিত ডুমুর কালি মেলায় পুলিশের ..

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে অনুষ্ঠিত ডুমুর কালি মেলায় পুলিশের অভিযানে দুই জুয়া পরিচালনাকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

‎শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) বিকেলে মেলায় ৮ থেকে ১০টি জুয়ার বোর্ড বসানো হয় এ খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

‎অভিযান চলাকালে জুয়াড়িরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আবু হায়াত , পিতা হবিবর রহমান এবং মোঃ ফারুক হোসেন (৩২), পিতা মোঃ মোজাম্মেল হক। তারা উভয়েই ঠাকুরগাঁও সদর উপজেলার ৯নং রায়পুর ইউনিয়নের আরাহী ফকদনপুর গ্রামের বাসিন্দা।

‎অভিযান চলাকালে পুলিশ জুয়ার বোর্ড ও খেলার সরঞ্জাম জব্দ করে। তবে অন্যান্য জুয়াড়িরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

‎পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা ভূমি কমিশনার, মজিবুর রহমান কর্তৃক বংগীয় প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭ এর ৪ ধারায় দোষী সাব্যস্ত করে দুইজনকে ৯ (নয়) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে রাত ১০টার দিকে তাদের থানা হাজতে রাখার অনুমতি দেওয়া হয়।

এ বিষয়ে ‎রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, “আইনের বাইরে কেউ নয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator