ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর হাতে ফেন্সিডিলসহ জুলাই যোদ্ধা আটক!..

Bidhan Das avatar   
Bidhan Das
ফেন্সিডিল ও নগদ অর্থসহ ঠাকুরগাঁওয়ের তালিকাভুক্ত এক জুলাই যোদ্ধা যৌথবাহিনীর অভিযানে আটক হয়েছে।..

ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে ফেন্সিডিল ও নগদ অর্থসহ মো. সেলিম রেজা (২৫) নামে তালিকাভুক্ত এক জুলাই যোদ্ধা  আটক হয়েছেন। আটক সেলিম রেজা মহেশপুর গ্রামের মো. খুরশেদ আলীর ছেলে।

সোমবার (১১ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার শিবগঞ্জ জামালপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী।

বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম খান।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিম রেজার কাছ থেকে ২১ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪২ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

No comments found