close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।..

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

ঠাকুরগাঁও প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু,,

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুর..

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের কালিবাড়ি এলাকায় আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করে ঠাকুরগাঁও জেলা যুবদল।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, এবং জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ।

 

সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক মো. আবু হানিফ মুক্তা এবং স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ। বক্তারা বলেন, যুবদল বাংলাদেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনের অগ্রভাগে থেকে সবসময় জনগণের পাশে রয়েছে। তাঁরা সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখার আহ্বান জানান।

 

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

 

অনুষ্ঠানে নেতৃবৃন্দ এক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে ঠাকুরগাঁও শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator