ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব জাহিদুর রহমান জাহিদ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতরাতে প্রায় রাত ৩টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ সকাল ১০টায় দিনাজপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তার অসুস্থতার খবরে রাণীশংকৈল ও পীরগঞ্জসহ পুরো এলাকায় দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে। সকলে তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করছেন।



















